ট্যাংকার ভেঙে কৃষ্ণসাগরে ছড়াচ্ছে রাশিয়ার তেল

কৃষ্ণসাগরে প্রবল ঝড়ের মধ্যে দুটি রাশিয়ান তেলবাহী ট্যাংকার বিধ্বস্ত হয়েছে। এতে তেল ছড়িয়ে পড়েছে সাগরে। ট্যাংকার দুটিতে মোট ২৯ জন ক্রু ছিলেন বলে জানিয়েছে রাশিয়ার কর্তৃপক্ষ। খবর বিবিসির।
প্রবল ঝড়ের কবলে পড়ে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয়ে তেল ছড়িয়ে পড়ছে সাগরে।রাশিয়ার সাউদার্ন ট্রান্সপোর্ট প্রসিকিউটর অফিসের প্রকাশিত ফুটেজে দেখা গেছে, একটি ট্যাংকার অর্ধেক ভেঙে গেছে এবং প্রবল ঝড়ের মধ্যে সেটি ডুবে যাচ্ছে। এ সময় আশেপাশের সাগরের পানিতে তেল ভাসতে দেখা গেছে।
এ ঘটনায় অন্তত একজন ক্রু নিহত হয়েছেন। দ্বিতীয় জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও সেটি চলছিল বলে জানা গেছে।
ঘটনাটি কের্চ প্রণালীতে ঘটেছে। যা রাশিয়াকে অধিকৃত ক্রিমীয় উপদ্বীপ থেকে আলাদা করেছে।

এদিকে তাস নিউজ এজেন্সি জানিয়েছে, টাগবোট, হেলিকপ্টার এবং ৫০ জনেরও বেশি কর্মীকে নিয়ে একটি উদ্ধার অভিযান চলছে। বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, এ ঘটনায় কোনো অবহেলা আছে কিনা তা তদন্ত করছে রুশ কর্তৃপক্ষ।

রাশিয়ার ফেডারেল সাগর ও অভ্যন্তরীণ জল পরিবহন সংস্থা রোসমোরেচফ্লট এক বিবৃতিতে লিখেছে, কৃষ্ণসাগরে ঝড়ের কবলে পড়ে ভলগোনেফ্ট-২১২ এবং ভলগোনেফ্ট-২৩৯ ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাহাজ দুটির একটিতে মোট ১৫ জন এবং দ্বিতীয়টিতে ১৪ জন ক্রু ছিলেন। দুর্ঘটনার ফলে সাগরের পানিতে তেল ছড়িয়ে পড়েছে বলেও জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুটি ট্যাংকারেরই প্রায় ৪,২০০ টন তেল লোডিং ক্ষমতা রয়েছে। তবে কী পরিমান তেল পানিতে পড়েছে তার হিসাব দেয়া সম্ভব হয়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *