এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে রাজধানীর কদমতলী এলাকা থেকে। যে ছেলেটির লাশ উদ্ধার করা হয়েছে তার নাম সোহেল আহমেদ তার বয়স 24 বছর। তুমি অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন পড়াশোনা করতেন দনিয়া বিশ্ববিদ্যালয়।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন বলেন, বাসা থেকে ঝুলন্ত অবস্থায় সোহেলকে উদ্ধার করা হয় শুক্রবার গভীর রাতে কদমতলী গিরিধারা থেকে। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া হলে চিকিৎসকৃত বলে ঘোষণা করেন। সোহেলের মৃত্যুটি আত্মহত্যা কিনা এটা ময়না তদন্ত প্রতিবেদন পেলে তবে বলা সম্ভব হবে।
সোহেল এর বাড়ি যশোরের কোতোয়ালি থানায় অবস্থিত। দুই ভাই বোনের মধ্যে সোহেল ছিল ছোট সোহেল কদমতলী এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
সাব্বির আহমেদ বলেন, সাব্বির আহমেদ এর বোন মারা যায় ১০ দিন আগে। যে কারণে তারা সকলে গ্রামের বাড়িতে গিয়েছিল। সোহেল গ্রাম থেকে এসে বাসায় একাই ছিলেন। সোহেলের সঙ্গে যোগাযোগ করতে না পারার কারণে তার বন্ধুদের বাড়িতে পাঠানো হয় তারা গিয়ে দেখে সোহেল গলায় ফাঁস দিয়েছে।