দুদক ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, তাঁর স্ত্রী, ও দুই মেয়ের বিরুদ্ধে চারটি এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ১০ কোটি টাকার অভিযোগে দুটি মামলা করেছে।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন, বেনজীর আহমেদ ৯ কোটি ৪৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২ কোটি ৬২ লাখ টাকার তথ্য গোপন করেছেন। তাঁর স্ত্রী জীশান মীর্জা অর্জন করেছেন ৩১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ এবং গোপন করেছেন ১৬ কোটি ১ লাখ টাকার তথ্য। তাঁদের দুই মেয়ে ফারহীন রিশতা ও তাহসীন রাইসা যথাক্রমে ৮ কোটি ৭৫ লাখ ও ৫ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।
মতিউর রহমানের বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ এবং ১ কোটি ২৭ লাখ টাকার তথ্য গোপনের অভিযোগ রয়েছে। তাঁর স্ত্রী শাম্মী আক্তার ১ কোটি ৮৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২ কোটি ৭৫ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত আইজিপি ছিলেন এবং র্যাবের দায়িত্বকালীন সময়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়েন। মতিউর রহমানের বিলাসবহুল জীবনযাপন ও সম্পদের খবর গণমাধ্যমে প্রকাশের পর তাঁর পদে রদবদল হয়।