এবছরে যে ১০ জন ব্যক্তিকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে গুগলে

গুগল ব্লগে প্রকাশিত হয়েছে ২০২৪ সালে যে সকল ব্যক্তিকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে গুগলের সার্চ ইঞ্জিনে।১৩ ই ডিসেম্বর প্রথম আলো পত্রিকা থেকে এই তথ্য পাওয়া যায়। শিল্পী খেলোয়ার বা তারকাদের চেয়ে এই দশজন ব্যক্তিকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এই বছর গুগলে। সবচেয়ে বেশি একজন রাজনীতিবিদ কে গুগলের সার্চ করা হয়েছে। এই রাজনীতিবিদ সবার নজর কেড়েছে এই বছর।

ডোনাল্ড ট্রাম্প

বিশ্ব রাজনীতিতে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হলো ডোনাল্ড ট্রাম্প।নভেম্বরে নির্বাচনে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। আগামী জানুয়ারি মাসে তিনি শপথ গ্রহণ করবেন। পেনসিলভানিয়ায় এ বছরের জুলাই মাসে একটি নির্বাচনী সমাবেশে তিনি গুলিবিদ্ধ হন। দুর্বৃত্তদের গুলি তার কানের লাগে। 

কমলা হ্যারিস 

কমলা হ্যারিস মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের সাথে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু তিনি নভেম্বরের নির্বাচনে পরাজয় লাভ করেন। 

কেট মিডলটন

যুক্তরাষ্ট্রের কেট মিডলটন ভবিষ্যৎ রানী। হঠাৎ মার্চ মাসে তিনি ক্যান্সার আক্রান্তের খবর জানান। দীর্ঘদিন কেমোথেরাপি দেওয়ার পরে সেপ্টেম্বর মাসে ক্যান্সার মুক্ত জীবন শুরু করেন। 

জো বাইডেন 

ইউক্রেন গাজা যুদ্ধ নিয়ে তীব্র  সমালোচনা নির্বাচন বয়স সহ নানা কারণে জো বাইডেন সারা বছরই সমালোচনায় ছিলেন। এসব কারণে মানুষটা তাকে গুগলে সর্বাধিক সার্চ করেছে। 

ইমানি খেলিফ

এই বছর স্বর্ণ জিতেছেন প্যারিস অলিম্পিকে ইমানি খেলিফ।বিশ্ব চ্যাম্পিয়নশীপ থেকে তিনি বাদ পড়েছিলেন তিনি ছেলে না মেয়ে এই বিতর্ক নিয়ে। 

মাইক টইসন

এই বছরে তিনি ৫৮ বছর বয়সে আবার পেশাদার বক্সিং খেলায় অংশগ্রহণ করেন।নভেম্বর মাসে  জনপ্রিয় ইউটিউবার জ্যাকপলের সঙ্গে বক্সিং খেলায় হেরে যান টাইসন। 

জে ডি ভ্যান্স 

জে ডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড টাম্প নিজের রানিংমেট হিসেবে জে ডি ভ্যান্স কে বেছে নেয়ার পর  তিনি বিশ্বে  আলোচিত  হয়েছেন। 

লামিনে ইয়ামাল

এই বছরে তিনি  মাত্র ১৭ বছর বয়সে গোল্ডেন বয় পুরস্কার জিতেছেন। স্পেনের এই ফুটবলার মাঠে নানান রেকর্ড ভেঙেছেন। 

সিমোন বাইলস 

এই তরুণীকে  নিয়ে মানুষের জানার আগ্রহের শেষ নেই।তিনি ২০১৬ সালে  অলিম্পিকে অনেকগুলো পদক জিতে ছিলেন। 

শন কম্বস 

তিনি নারী পাচার ও যৌন নিপীড়নের সেপ্টেম্বর মাসে গ্রেফতার হন। এরপর থেকে মানুষ তাকে  গুগলে জানার জন্য সার্চ করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *