বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ওয়ালটন টপকালো ইলন মাস্ককে

ব্লুমবার্গ অর্থনীতি বিষয়ক সংবাদমাধ্যম প্রকাশ করেছে ২০২৪ সালের ধনী পরিবারের তালিকা। যেখানে সে তালিকায় স্থান পেয়েছে মোট ২৫টি পরিবার বিশ্বের বিভিন্ন দেশের। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ওয়াল্টন পরিবার শীর্ষস্থানে রয়েছে। 

ব্লুমবার্গের প্রতিবেদন বলছে- ২০২৪ সালের শেষে ওয়ালমার্টের ওয়ালটন পরিবার বিশ্বের সবচেয়ে ধনী পরিবার হলেন। ৪৩২.৪ বিলিয়ন ডলার তাদের মোট সম্পদের পরিমাণ। আরবের রাজপরিবারগুলোর সম্পদ এবং ইলন মাস্ক বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি তার ব্যক্তিগত সম্পদের চেয়েও যা বেশি।

ভারতের মধ্যে থেকে আম্বানি পরিবার এই তালিকায় জায়গা করে নিয়েছে। অষ্টম স্থানে রয়েছেন তারা। আর ২৩তম স্থানে রয়েছে মিস্ত্রি পরিবার শাপুরজি পলোনজি।

ব্লুমবার্গের ধনীতম পরিবারের তালিকায় ওয়ালটন পরিবার ফিরে এসেছে মূলত ওয়ালমার্টের শেয়ারের কারণে।

 এ বছরের মধ্যে ১০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত, ৮০% বেড়েছে ওয়ালমার্টের শেয়ারের মূল্য, যা ১৭২.৭ বিলিয়ন ডলার বাড়িয়ে দিয়েছে তাদের সম্মিলিত পারিবারিক সম্পদের পরিমাণ। প্রতিবেদনটিতে বলা হয়, তাদের সম্পদ বৃদ্ধির হার প্রতি মিনিটে ৩২৮,৫৭৭ ডলার যা দিনে প্রায় ৪৭৩.২ মিলিয়ন ডলার।

বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় থাকা ৫ ধনী পরিবার হচ্ছেন- ওয়াল্টন পরিবার(যুক্তরাষ্ট্র),সংযুক্ত আরব আমিরাতের আল নাহিয়ান পরিবার, কাতারের আল থানি পরিবার, ফ্রান্সের হারমেস পরিবার, সর্বশেষ যুক্তরাষ্ট্রের কোখ পরিবার। 

ভারতের আম্বানি পরিবার এবং মিস্ত্রি পরিবার রয়েছেন যথাক্রমে ৮ম ও ২৩ তম স্থানে। 

মুকেশ আম্বানির পরিবারের মোট সম্পদের পরিমাণ – ৯৯.৬ বিলিয়ন ডলার। আর মিস্ত্রি পরিবারের ৪১.৪ বিলিয়ন ডলার নিয়ে ৫ প্রজন্ম এ তালিকায় রয়েছেন। 

ওয়ালট পরিবার – ৪৩২.৪ বিলিয়ন ডলার 

আল নাহিয়ান পরিবার – ৩২৩.৯ বিলিয়ন ডলার 

আল থানি পরিবার – ১৭২.৯ বিলিয়ন ডলার 

হারমেস পরিবার – ১৭০.৯ বিলিয়ন ডলার 

কোখ পরিবার- ১৪৮. ৫ বিলিয়ন ডলার 

সম্পদের মালিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *