রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় গুলিস্তানে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত এবং মগবাজারে ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ও রাতে এই দুটি ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গুলিস্তানে রাতে ছিনতাই করার সময় এক ব্যক্তি হাতেনাতে ধরা পড়েন। স্থানীয়রা তাকে পিটুনি দিলে পুলিশ আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি বলে পল্টন থানার ওসি কাজী নাসিরুল আমিন জানান।
অন্যদিকে, বিকেলে মগবাজার ওয়্যারলেস মোড়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. হাবিবুল্লাহ (১৯) গুরুতর আহত হন। মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাবিবুল্লাহর বাড়ি ময়মনসিংহে। তিনি ইসলামপুরে একটি কাপড়ের দোকানে কাজ করতেন এবং ছিনতাইয়ের শিকার হয়ে আহত হন বলে পুলিশ জানিয়েছে।