সিলেট সদরে এক এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে শাহপরান থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত আরিফ উদ্দিনকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার আদালত ভুক্তভোগীকে তার বাবার জিম্মায় দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ১১ ডিসেম্বর সকালে কোচিংয়ে যাওয়ার পথে আরিফ ও তার সহযোগীরা কিশোরীকে অপহরণ করে সুনামগঞ্জে নিয়ে যান। সেখানে ধর্ষণের পাশাপাশি ভয় দেখিয়ে বিভিন্ন কাগজে স্বাক্ষর নেন।
পরিবারের পক্ষ থেকে ওই দিন থানায় সাধারণ ডায়েরি করা হয়। সন্ধ্যায় কিশোরীর ফোনে কল পেয়ে পরিবারের সদস্যরা তাকে সুনামগঞ্জ থেকে উদ্ধার করেন। শারীরিক অবস্থার অবনতি হলে কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আত্মীয়স্বজনের পরামর্শে ভুক্তভোগীর বড় বোন রোববার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
শাহপরান থানার ওসি মো. মনির হোসেন জানান, মামলার পরদিনই অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।