বিশ্বের যে ৫টি দেশে কম বাজেটের মধ্যেই ঘুরে আসতে পারবেন

বিদেশে ঘুরার স্বপ্ন সবাই দেখেন কিন্তু বিদেশ ভ্রমণে গেলে বেশ বড় অংকের টাকা লাগে।   তবে বাংলাদেশ এবং ভারতের আশপাশে কিছু দেশ রয়েছে যেগুলিতে বুদ্ধি করে একটু পরিকল্পনা করলে কম খরচেই ঘুরে আসা যায়।  বিমানের টিকিট সঠিক সময়ে কিনে রাখতে পারলে বিদেশ ঘুরে আসতে পারবেন বাজেটের মধ্যেই। জেনে নিন এমন ৫ দেশ সম্পর্কে।

ভিয়েতনাম

সরাসরি কলকাতা থেকে  বিমানে পৌঁছানো যায় ভিয়েতনাম।  সেখানকার ইতিহাস জানতে সংগ্রহশালা ঘুরে দেখতে হবে। ফরাসি উপনিবেশকালের বেশ  কিছু স্থাপত্য এবং গ্র্যান্ড নটার ডাম ক্যাথিড্রাল আছে এখানে। এছাড়া  ইতিহাসের স্মৃতিবিজড়িত হুই শহরে যাওয়া যাবে ।

বেশি সময়  থাকলে ঘুরত্ব পারেন মি সান, হোই অ্যান, হ্যানয় শহরগুলো। আগে থেকে বুকিং করলে বেশি খরচ হবে না। 

নেপাল

কম খরচে নেপাল ঘুরতে যেতে  চাইলে,  কাঠমাণ্ডু চলে যান শিলিগুড়ি হতে বাসে করে। সময় একটু বেশি লাগবে কিন্তু প্রাইভেট গাড়িতেও যাওয়া যায়।  সময় লাগবে পৌঁছাতে ঘণ্টা তিনেক। গাড়ি এবং হোটেল ভাড়া অফ সিজনে ওলেও তুলনামূলকভাবে কম থাকে। হাতে সময় থাকলে নারায়ণহিতি প্যালেস, সংগ্রহশালা, বোধি স্তূপ, নীলকণ্ঠ মন্দির, কৈসর মহল ঘুরে আসতে পারেন।

শ্রীলঙ্কা

দেখার মতো প্রাকৃতিক সৌন্দর্য শ্রীলংকার।  সমুদ্র, পাহাড় এবং সবুজ চা বাগান দিয়ে ভরা শ্রীলঙ্কা দেখে মুগ্ধ হবেন। বিমানের টিকিট কিছুটা কম খরচে কেটে রাখতে পারলে ভ্রমণে খরচ কমলে। বিভিন্ন দামের হোটেল রয়েছে । শ্রীলঙ্কা দারুচিনির জন্য বিখ্যাত।  দারুচিনি দ্বীপ মাড়ু নদীর ধারে ঘুরে আসতে ভুলবেন না। 

ভুটান

ভুটানের পাহাড় ও জঙ্গল পর্যটকদের প্রধান আকর্ষণ। তবে পর্যটকদের ভিড় ফেব্রুয়ারি থেকে মার্চে বেশি হয়।  অফটাইম বেছে নিন কারণ খরচ কম হয়। মন্দিরে ঘেরা ভুটান এবং বৌদ্ধমঠ সব জায়গাতে  গাড়ি পৌঁছায় না। তাই হেঁটে ঘুরতে পারলে তবেই  ভুটান যান।  

মিশর

পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হলো নীলনদের তীরে অবস্থিত মিশরের পিরামিড। কলকাতা থেকে দিল্লি বা মুম্বই হতে রাজধানী কায়রোতে যেতে হয়। অনেকটা দেখতে রাজস্থানের মতো মনে হবে। তবে হোটেল ও যাতায়াতের ভাড়া না কমাতে পারলে খরচ  ভালোই হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *