অশ্বিনের অবসর নিয়ে বিস্ফোরক মন্তব্য বাবা রবিচন্দ্রনের

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট চলাকালীন হঠাৎ অবসরের ডাক দেন ভারতীয় অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন। তারপর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন অশ্বিন। এমন সিদ্ধান্তে তার পরিবারও অবাক হয়েছে।অবসর নিয়ে সাংবাদিকদের সঙ্গে অশ্বিনের বাবা রবিচন্দ্রন একটি বিস্ফোরক মন্তব্য করলেন । তার মতে অপমানিত হয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন অশ্বিন।

অশ্বিনের বাবা বলেন, ওর ঘোষণার ঠিক আগেই আমরা এটি জানতে পারি। অবসর নেয়ার সম্পূর্ণ সিদ্ধান্ত অশ্বিনের। কিন্তু আমার মনে হয়েছে, হঠাৎ করে এই সিদ্ধান্ত নেয়ার নেপথ্যে অনেক কারণ আছে। হতে পারে অপমানিত হয়েই এই সিদ্ধান্ত ও নিয়েছে।

পারফরম্যান্স অনুযায়ি দলে সুযোগ পাচ্ছেন না অশ্বিন এমন অভিযোগ তার বাবার। অস্ট্রেলিয়া সফরে কেবল অ্যাডিলেডেই খেলেছেন তিনি। নিয়মিত পারফর্ম করার পরও দলে জায়গা মেলে না। তাই তিনি অপমানিত দাবি তার বাবার। এছাড়া দলে অনিশ্চয়তার জায়গা থেকেই এমন সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে দাবি রবিচন্দ্রনের।

তিনি বলেন, ১৪-১৫ বছর ধরে অশ্বিন খেলছে। হঠাৎ করে ওর অবসরের সিদ্ধান্তে আমরা তো অবাক হবোই। সকলেই আবেগপ্রবণ হয়ে পড়েছিল। সেইসাথে আমাদের মনে হয়েছে, নিশ্চয়ই অনেক ভেবে অশ্বিন এই সিদ্ধান্ত নিয়েছে। কতদিন আর এই অপমান সহ্য করা যায়?

অশ্বিনের বাবার মন্তব্যের রেশ ধরে ইতোমধ্যে তৈরি হয়েছে নানা বিতর্ক। তবে নতুন করে তা আর বাড়তে না দিয়ে বিতর্ক কমাতে মাঠে নেমেছেন অশ্বিন।

রবিচন্দ্রন অশ্বিন বলেন, আমার বাবা জানে না সংবাদমাধ্যমের সঙ্গে কীভাবে কথা বলতে হয়। আমি ভাবতে পারিনি আপনারা এই বিষয়ে আমার বাবার সঙ্গে কথা বলে ফেলবেন। সকলকে অনুরোধ করছি বাবাকে ক্ষমা করে দিন। তাকে একা থাকতে দিন।

অবসরের সিদ্ধান্তের পর দেশে ফিরে এসেছেন অশ্বিন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলা চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *