মোঃ কামরুল হাসান (২৩) নামের এক তরুণ নিহত হয়েছে দুর্বৃত্তদের সুরিকাঘাতে রাজধানীর সায়েদাবাদ এলাকায়। রাত নয়টার দিকে বুধবার এ ঘটনা ঘটে।
ইমাম হোসেন নিহত কামরুলের বাবা বলেন, তার ছেলের কক্সবাজারে যাওয়ার কথা ছিল বন্ধুদের সঙ্গে যে কারণে রাত্রে রায়ের বাগের বাসা থেকে সায়েদাবাদ বাস টার্মিনালে যাওয়ার জন্য বের হয়। সায়েদাবাদ ব্রিজের ঢাল দিয়ে তিনি যখন বাস টার্মিনালে জিতে থাকেন তখন দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। তার কাছে একটি মুঠোফোন এবং 7000 টাকা ছিল যেটা তারা নিয়ে যায়। তাকে উদ্ধার করার পরে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
মো. আতিকুল ইসলাম যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক বলেন, কামরুল খুন হয়েছে অজ্ঞাতনামা ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি আরো বলেন এ ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।