রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৬ দেশের দূতাবাস বিধ্বস্ত

শুক্রবার (২০ ডিসেম্বর) ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৬ দেশের দূতাবাস ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে।এ হামলায় একজন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম মস্কো টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে, কোনো কূটনীতিক হতাহত হননি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিওরহি তিখির বলেন, আমেরিকার তৈরি অস্ত্র ব্যবহার করে রাশিয়ার মাটিতে ইউক্রেনের হামলার জবাবে এ হামলা চালানো হলো।

কূটনৈতিক প্রতিষ্ঠানে রাশিয়ার এমন হামলাকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছেন মুখপাত্র হিওরহি তিখির। তিনি বলেন, বিশ্বের সর্বত্র কূটনৈতিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক নিয়মকে অগ্রাহ্য করার শামিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *