ছুরিকাঘাতে আহত ব্যক্তির মৃত্যু হয়েছে লালবাগে

ছুরিকাঘাতে আহত ব্যক্তির মৃত্যু হয়েছে লালবাগে চিকিৎসা স্বাধীন থাকা অবস্থায়। যিনি মারা গেছেন তার নাম হোসাইন শুভ বয়স ৩৫ বছর।

তিনি চিকিৎসা স্বাধীন ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সকালে অর্থাৎ আজ বুধবার তিনি মারা যান।

লালবাগ থানার উপ পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, হোসাইন শুভ স্থায়ী বাসিন্দা ছিলেন লালবাগের নবাবগঞ্জ এলাকায়। এলাকার এক তরুণের সঙ্গে তার বিরোধ চলছিল পাওনা টাকা নিয়ে। এই বিরোধের জের নিয়েই রবিবার গভীর রাত্রে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে থাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত অবস্থায় ভর্তি করা হয়।

রোকনউদ্দিন হোসাইন শুভর চাচাতো ভাই প্রথম আলোকে জানান, হোসাইন শুভকে ছুরিকাঘাত করেন তিন তরুণ মিলে। মেডিকেলে নিয়ে যাওয়ার পরে দুইদিন চিকিৎসাধীন ছিলেন এই তরুণ। পরবর্তীতে চিকিৎসাধীন থাকার পরে তার মৃত্যু হয়। তিনি সবার ছোট ছেলে ছিলেন। তার বাবার নাম আব্দুস সালাম।

মির্জা ফখরুল, সীমান্ত হত্যা বন্ধ করতে ভারতের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *