৪৫ ভোরে স্বর্ণচুরি হয়েছে রাজধানীর আদাবরে লোকসংগীত শিল্পী বাবলি সরকারের বাসা থেকে। এই স্বর্ণচরীর অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে দুই কিশোরকে। আদাবর থানার পুলিশ শুক্রবার তাদের গ্রেফতার করেন। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে ৭২ হাজার টাকা ও ৩২ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
এস এম জাকারিয়া আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ৩০ শে ডিসেম্বর রাত্রে ৪৫ ভরি স্বর্ণ চুরি হয় বাবলি সরকারের বাসা থেকে। চুরির ঘটনায় একটি মামলা করা হয়েছিল। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালায় এবং দুইজন কিশোরকে গ্রেফতার করে। দুজনার মধ্যে একজন বাবলি সরকারের আত্মীয়।