শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে একটি মেয়েশিশুকে নির্যাতনের অভিযোগে একজন তরুণকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এই ঘটনা ঘটেছে বুধবার রাতে। ১৯ বছর বয়সী তরুণটির নাম রায়হান। মেয়েটি একজন পথশিশু, এবং বর্তমানে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি রমনা থানার অন্তর্গত এলাকায় ঘটেছে। বৃহস্পতিবার সকালে রমনা থানার তদন্ত কর্মকর্তা তারেকুল ইসলাম প্রথম আলোকে জানান, মেট্রোরেল স্টেশনের নিচের একটি ঝুপড়িতে মেয়েশিশুটি নির্যাতনের শিকার হয়। শিশুটির চিৎকার শুনে পথচারীরা এগিয়ে এসে রায়হানকে ধরে ফেলেন।
তারেকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিশুটিকে গত রাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়হানকে আটকের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।