ভারত মেটাকে তলব করতে পারে এর কারণ কি

যুক্তরাষ্ট্র ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম মেটার প্রধান মার্ক জাকারবার্গের একটি মন্তব্যের জন্য ভারত মেটা কর্তৃপক্ষকে তলব করতে পারে বলে জানিয়েছেন দেশটির সংসদীয় কমিটি তথ্য ও যোগাযোগ বিষয়ের। ১৪ জানুয়ারি মঙ্গলবার নিশিকান্ত দুবে সংসদীয় কমিটির প্রধান এই কথা জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যমগুলোকে।

এছাড়াও এন টিভির প্রতিবেদন থেকে জানা গেছে নিশি কান্ত দুবে এক্স পোষ্টে বলেছেন ভুল তথ্য ছড়ানোর জন্য নেতৃত্বধীন কমিটির সামনে মেটাকে তলব করা হবে।

এছাড়াও তিনি আরো বলেন একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশের ভাবমূর্তি নষ্ট হয় ওই দেশ নিয়ে ভুল কোন তথ্য ছড়ালে। এই ভুল তথ্য ছড়ানোর জন্য মেটা কর্তৃপক্ষকে ভারতীয় সংসদ ও দেশবাসীর কাছে মাফ চাইতে হবে।

১০ জানুয়ারি মার্ক জাকারবার্গ একটি সাক্ষাৎকারে বলেন সারা বিশ্বের ক্ষমতাশালী সরকার গুলোর জনমনে আস্থার ঘাটতি দেখা দিয়েছে করোনা মহামারির কারণে। উদাহরণ হিসেবে ভারতের কথাও তিনি বলেন।

এছাড়াও জাকারবার্গ আরো বলেন বিশ্বজুড়ে নির্বাচনের বছর ছিল ২০২৪ সাল। ভারত সহ নির্বাচন সংঘটিত হয়েছে এই বছরে।অনেক নির্বাচনে ক্ষমতাসীনরা হেরে গেছেন। বৈশ্বিক ঘটনা হিসেবে দাঁড়িয়েছে এটি।

এছাড়াও মার্ক জাকারবার্গ আরো বলেন করোনা মোকাবেলা বা মুদ্রাস্ফীতি অথবা বিভিন্ন সংকটের কারণে এমন ঘটনা ঘটেছে। বিশ্বব্যাপী এর প্রভাব পড়েছে বলে ধরা যায়।

মেটা প্রধানের এমন বক্তব্যের জন্য ভারত সরকার এর তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি আরো বলেন সারা বিশ্বে ২৪ সালের নির্বাচনে ক্ষমতাসীন হেরে গেছেন। এটি ভুল তথ্য।

এছাড়াও অশ্বিনী আরও জানান লোকসভা নির্বাচনে ২০২৪ সালে বিজেপি জয়ী হয়েছেন। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন মোদিজি। মার্ক জাকারবার্গের এমন ভুল তথ্য ছড়ানো দুঃখজনক ও হতাশাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *