বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ছাত্র প্রতিনিধিদের সংস্কারের দায়িত্ব নয়; দেশে যে সংস্কার প্রয়োজন, তা রাজনৈতিক সরকারই করবে।
তিনি শনিবার (১৮ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলনের আয়োজনে জাতীয় নির্বাচনের রোড ম্যাপের দাবিতে নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন।
আসাদুজ্জামান রিপন মন্তব্য করেছেন, ‘গণঅভ্যুত্থানের পর যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তা জনগণের সমর্থনে রয়েছে, যদিও এটি নির্বাচিত সরকার নয়। তবে, দীর্ঘকালীন অনির্বাচিত সরকার থাকার কোনো মানে নেই, এবং এ ধরনের সরকারের বিপদ স্পষ্ট হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সংস্কারের ম্যান্ডেট কে দিয়েছে? যা সংস্কার প্রয়োজন, তা রাজনৈতিক সরকারই করবে। বিএনপি ইতোমধ্যে ৩১ দফা দিয়ে সংস্কারের রূপরেখা দিয়েছে। যদি নতুন কোনো দফা থাকে, তা জনগণের স্বার্থে করা হবে, তবে সংস্কারের নামে বি-রাজনীতিকরণ মেনে নেওয়া হবে না।’
প্রেস উইং জানিয়েছে, এসএসএফ ডিজি সম্পর্কে ফেসবুকে যে পোস্টটি শেয়ার করা হয়েছে তা মিথ্যা