রাজধানীর মিরপুরে দিয়াবাড়ি ঘাট এলাকার বস্তিতে শুক্রবার রাত ১১টার দিকে মিজানুর রহমান (২৩) নামের এক পোশাককর্মী নিহত হয়েছেন।
রংপুরের বাসিন্দা মিজানুর তাঁর স্ত্রী ও তিন মাসের ছেলে সন্তানসহ দিয়াবাড়ি ঘাট এলাকায় বসবাস করতেন।
নিহতের বাবা আনারুল ইসলাম বলেন, এলাকার একটি ছেলেকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় মিজানুর প্রতিবাদ করেছিলেন। এ কারণেই সন্ত্রাসী রাসেল, সূর্য, মানিকসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালায়।
মিজানুরকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ১২টায় চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
দারুসসালাম থানার তদন্ত কর্মকর্তা মাহবুব মোর্শেদ খান জানান, ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
হাজারীবাগে ৭০ ভরি সোনা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, স্বর্ণ ব্যবসায়ীকে গুলি