সম্প্রতি সাইফ আলি খানের ওপর হামলার ঘটনার পর বলিউডে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই উত্তেজনার মধ্যেই, ভারতের খ্যাতনামা নৃত্য পরিচালক রেমো ডি সুজা সম্প্রতি প্রাণনাশের হুমকি পেয়েছেন। শোনা যায়, পাকিস্তান থেকে ইমেইল মারফত তাকে এই হুমকি পাঠানো হয়। তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, হুমকির পর আতঙ্কের পরিবেশে রেমো মহাকুম্ভ মেলায় যোগ দিতে যান। সেখানে তিনি সম্পূর্ণ কালো পোশাক পরিধান করে ধ্যান করেন এবং মুখও কালো চাদরে ঢেকে রাখেন। সেই মুহূর্তের কিছু ভিডিও তিনি সামাজিক মাধ্যমেও শেয়ার করেছেন, যেখানে তাকে নদীতে ডুব দিতে এবং সূর্যপ্রণাম করতে দেখা যায়।
পাকিস্তান থেকে হুমকি আসায় রেমোর অনুরাগীরা তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অনেকেই মনে করছেন, হুমকি পাওয়ার পর মহাকুম্ভে রেমোর এই যাত্রা তার জন্য এক তাৎপর্যপূর্ণ অভিজ্ঞতা হতে পারে। হুমকির মেসেজে বলা হয়েছিল, “এটি প্রচারের জন্য পাঠানো হয়নি, তাই কেউ এটিকে হালকা ভাবে নেবেন না। আমরা আপনার দৈনন্দিন জীবনযাত্রার ওপর নজর রাখছি।”
এছাড়া, রেমো ছাড়াও কপিল শর্মা ও রাজপাল যাদবও একই ধরনের হুমকি পেয়েছেন, তবে এখনও কেউই এর বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।
ইত্তেফাক/এসএ