সোমবার (২৫ নভেম্বর) যুদ্ববিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের বিষয়টি মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত আমোস হোচস্টেইনকে নিশ্চিত করেছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
ধারণা করা হচ্ছে চুক্তিটি দুই দিনের মধ্যে ঘোষণা করা হবে। যুদ্ধবিরতি চুক্তির মুল খসড়া ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তার জবাবে লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে আসছে ইসরায়েল।