বিপিএল শুরুর আগে টিকিট নিয়ে অস্থিরতা, বিসিবির জরুরি ঘোষণা

বিপিএল শুরুর আগে টিকিট নিয়ে অস্থিরতা, বিসিবির জরুরি ঘোষণা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর শুরু হতে আর মাত্র এক দিন বাকি। তবে টিকিট বিক্রি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা আজ সকাল থেকে উত্তেজনায় রূপ নেয় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ভোর থেকে টিকিটপ্রত্যাশীরা স্টেডিয়ামের সামনে ভিড় জমালেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা টিকিটের দেখা না পেয়ে শুরু হয় বিক্ষোভ।

সকালে স্টেডিয়ামের একাডেমি ভবনের বাইরে টিকিটের জন্য অপেক্ষা করতে থাকেন বিপুলসংখ্যক দর্শক। দীর্ঘ সময় কোনো তথ্য না পেয়ে তারা একে একে স্টেডিয়ামের দুই নম্বর গেটের সামনে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন নিরাপত্তাকর্মীরা গেট বন্ধ করে দেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ দর্শকরা গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। ভেতরে থাকা পুলিশ ধাওয়া দিলে দর্শকরা পিছু হটে। এ সময় গেট পুনরায় বন্ধ করে দেওয়া হয়।

বিক্ষোভ ও উত্তেজনার মাঝে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সকাল পৌনে ১২টার দিকে টিকিট বিক্রি নিয়ে একটি বিবৃতি দেয়। জানানো হয়, অনলাইনে টিকিট পাওয়া যাবে বিসিবির নির্ধারিত ওয়েবসাইট (www.gobcbticket.com.bd) থেকে। পাশাপাশি মধুমতি ব্যাংকের সাতটি শাখায় টিকিট সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

বিসিবির ঘোষণায় বলা হয়, বিপিএল টিকিটের সর্বোচ্চ মূল্য ২ হাজার টাকা এবং সর্বনিম্ন মূল্য ২০০ টাকা। মধুমতি ব্যাংকের যেসব শাখায় টিকিট পাওয়া যাবে সেগুলো হলো:

  • মিরপুর শাখা (মিরপুর ১১)
  • মতিঝিল শাখা (ঢাকা চেম্বার বিল্ডিং)
  • উত্তরা শাখা (জসিম উদ্দিন রোড)
  • গুলশান শাখা (গুলশান ১ ও ২ এর মাঝে)
  • ধানমন্ডি শাখা (পুরাতন রোড ২৭)
  • কামরাঙ্গীরচর শাখা
  • ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট বিল্ডিং)।

আজ বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত এসব শাখায় টিকিট বিক্রি চলবে। অন্যান্য কার্যদিবসে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে।

টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে এমন পরিস্থিতি ক্রিকেট ভক্তদের জন্য হতাশাজনক হলেও, বিসিবির জরুরি পদক্ষেপ কিছুটা স্বস্তি এনেছে। বিপিএলের উদ্বোধনী ম্যাচ নিয়ে এখন ভক্তরা অপেক্ষায় রয়েছেন মাঠে শ্বাসরুদ্ধকর মুহূর্ত উপভোগ করার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *