সম্প্রতি সৌদি আরব ভিসা ইকামাসহ সাতটি সেবা নবায়নের ফি বাড়িয়েছে। আবশের বিজনেস ব্যবসায়িক প্ল্যাটফম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এই বর্ধিত ফি চালু করা হয়েছে। এই তথ্য পাওয়া গেছে সংবাদ সংস্থা এএফপি থেকে।৯ টি পরিসেবায় এই ফি বাড়ানো হয়েছে।
১০৩ দশমিক ৫ রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে সৌদিতে পুনঃপ্রবেশ এর ভিসা ও বহির্গমনের ভিসা বাড়ানোর জন্য। ৫১ দশমিক ৭৫ ও ৭০ রিয়াল ফি নির্ধারিত হয়েছে ইকামা(বসবাসের অনুমতি) নবায়ন ও চুাড়ান্ত বহির্গমানের।
৫১ দশমিক ৭৫ রিয়াল ফি ধরা হয়েছে নতুন ইকামা ইস্যুতে। কোন ধরনের পাসপোর্ট এর তথ্য হালনাগাদ করতে ৬৯ রিয়াল দিতে হবে। এছাড়াও যে কোন কর্মচারীর কোন প্রতিবেদন সরকারি কর্তৃপক্ষর নিকট জমা দিতে ফি দিতে হবে ২৮ দশমিক ৭৫ রিয়াল।
আবশের বিজনেস মাধ্যম ব্যবহার করে যে সকল সেবা দেওয়া হয় সে সকল ক্ষেত্রে প্রযোজ্য হবে যোগাযোগ মাধ্যম এক্স এই তথ্য জানা যায়। ফি প্রযোজ্য হবে না নিয়োগদাতার বার্ষিক প্যাকেজে।
নতুন কয়েকটি পরিষেবা চালু হয়েছে অবাশার প্ল্যাটফর্মে।যেমন সৌদিতে কেউ ভ্রমণ করতে এসে হারিয়ে গেলে বা পালিয়ে গেলে নিয়োগদাতা সেই ব্যক্তির বিষয়ে রিপোর্ট করতে পারবে। তবে এক্ষেত্রে অনেক গুলো শর্ত পূরণ করতে হবে। পারিবারিক বা ব্যক্তিগত ভিসায় ভ্রমণকারীকে আসতে হবে এবং ভিসা শেষ হওয়ার সাত দিন পরে প্রতিবেদন দেয়া যাবে। 14 দিন পরে প্রতিবেদন দাখিল করা যাবে না।
ভিসার মেয়াদ শেষ হলে রিপোর্ট করা যাবে এবং একজনের জন্য একটি রিপোর্ট করা যাবে। একবার দাখিল করার পরে প্রতিবেদন আর প্রত্যাহার করা যাবে না।এই তথ্যগুলো সৌদি প্রবাসী বাংলাদেশীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাদের ভিসার বিভিন্ন তথ্য হালনাগাদ করতে এবং ইকামা ও নবায়ন খাতের সেবা পেতে।