গতকাল সোমবার রাতে মোহাম্মদ জাহিদ (২০) নামের এক তরুণকে ডেকে নিয়ে যাই এক বন্ধু। তাকে ডাকা হয় জুয়া খেলার কথা বলে। চট্টগ্রামের লোহাগাড়ায় বাড়ি সেখান থেকেই মূলত তাকে এভাবে ডেকে নেওয়া হয়। পরের দিন বাড়ি থেকে প্রায় 400 মিটার দূরে উপজেলার উত্তর কলাউজান রাবার ড্যাম স্টেশন এলাকার মন্দিরের সামনে তার লাশ পুলিশ উদ্ধার করে।
নিহত ব্যক্তি কোরবান আলীর ছেলে তিনি পেশায় ছিলেন একজন নির্মাণ শ্রমিক। তিনি লোহাগাড়ার কলা উজান ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের রসূলাবাদ পাড়া এলাকার।
বশিরুল আলম স্থানীয় ইউপি সদস্য বলেন, সোমবার দিবাগত একটার দিকে তার এক বন্ধু অনলাইনে জুয়া খেলার কথা বলে তাকে ডেকে নিয়ে যায়। পরের দিন সকালে এক রিকশাচালক ঐ ধরনের লাশ দেখতে পান প্রায় সাতটার দিকে। তারপরে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে সকাল ৯ঃ০০ টার দিকে পুলিশ লাস উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরে তারা দ্রুত ঘটনাস্থানে যাই এবং তরুণের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার মুখে রক্ত জমে ছিল। পুলিশ সন্দেহ করেছে তাকে হত্যা করা হয়েছে এবং সেখানে ফেলে রাখা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।