ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিলেন ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্ক

ছবিঃ সংগৃহীত

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ঘনিষ্ঠ বন্ধু ও টেক বিলিওনিয়ার ইলন মাস্ক।

ক্যাপিটাল ওয়ালে জমকালো আয়োজনে ছেলে ‘এক্স’কে নিয়ে উপস্থিত হয়ে সবাইকে রীতিমতো চমকে দিয়েছেন বিশ্বের সর্বোচ্চ ধনী এই ব্যক্তি। ছেলের সঙ্গেই মঞ্চে ওঠেন তিনি।

দৌঁড়ে গিয়ে বাবার সঙ্গে পোডিয়ামের কাছে দাঁড়ায় মাস্কের ছেলে। তার মাথায় হাত বুলিয়ে আদরও করেন ডোনাল্ড ট্রাম্প। এসময় বেশ খুশি দেখা যায় মাস্কপুত্রকে। লাফিয়ে লাফিয়ে হাত নাড়িয়ে উপস্থিত জনতার সামনে প্রকাশ করে সেই অভিব্যক্তিও।

হাসতে হাসতে ট্রাম্পের একজন উদ্যমী সমর্থক বলে ছেলেকে পরিচয় করিয়ে দেন বাবা ইলন মাস্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *