বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি

 

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারির ঘটনায় ৭ জন আহত হওয়ার পর, সংগঠনটির জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তারা জানান, দোষীরা গ্রেপ্তার না হলে, তারা আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি গ্রহণ করবেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তারা।

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) সমন্বয়ক তানজিব মো. সোহরাব রেজা জানান, সোমবার যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মী জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদের ওপর হামলা করে। মঙ্গলবার দুপুরে এই হামলার বিচার চাইতে বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে গিয়ে, সেখানে আশিকুজ্জামান হৃদয়ের নেতৃত্বে আবারও হামলা হয়। হামলায় নারী শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হন, যার মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

এরপর, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ও সদস্যরা বাংলামোটর অভিমুখী বিক্ষোভ মিছিল বের করেন।

ইত্তেফাক/জেডএইচডি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *