বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে বোমা হামলার হুমকি, শাহজালালে নিরাপদে অবতরণ

 

ইতালির রোম থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

আজ বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ফ্লাইটটির তল্লাশি চলছে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার প্রথম আলোকে জানান, ‘এখন পর্যন্ত কোনো বোমা পাওয়া যায়নি, তবে তল্লাশি অব্যাহত রয়েছে।’

বিমানবন্দর সূত্রে জানা যায়, রোম থেকে ঢাকায় আসার পথে বিজি-৩৫৬ ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ফ্লাইটটিতে ২৫০ জন যাত্রী ও ১৩ জন ক্রু ছিলেন। বিমানবন্দরে জরুরি অবতরণের পর যাত্রীদের দ্রুত ফ্লাইট থেকে নামিয়ে আনা হয়।

আরও জানা যায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে বোমা হামলার হুমকি দেওয়া হয়।

হুমকির পর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সূত্রঃ প্রথম আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *