বিশ্বে প্রথমবার মানুষের সঙ্গে রোবট ম্যারাথনে অংশগ্রহন চীনে আয়োজন

আধুনিক যাত্রায় যোগ হতে যাচ্ছে চিনে ইতিহাসের প্রথম কোন প্রতিযোগিতায় মানুষের সাথে থাকবে রোবট। এই বছর এপ্রিলে বেইজিংয়ের ডাশিং জেলায় আয়োজিত হবে বিশ্বের প্রথম মানব ও রোবটের যৌথ ম্যারাথন দীর্ঘ ২১ কিলোমিটার এই পথে থাকবে ১২ হাজার দক্ষ দৌড়বিদ। তাদের সাথে সামিল হবে হিউম্যানয়ের আধুনিক রোবট যা মানব ও প্রযুক্তির মধ্যে দক্ষতার এক উদাহরণ তৈরী করবে।

শীর্ষ ৩ জনকে প্রতিযোগিতায় পুরস্কৃত করা হবে যা প্রযুক্তি ও মানব ক্রীড়াজগতের মধ্যে এক স্মরণীয় মূহুর্ত তৈরি হতে যাচ্ছে। বেইজিংয়ের ইকোনমিক টেকনোলজিক্যাল এরিয়ায় প্রশাসনিক কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে ম্যারাথন রোবটগুলো তৈরী হয়ে এসেছে ২০রির ও বেশী কোম্পানি থেকে।

প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য রোবট গুলোকে মানব সদৃশ হতে হবে, তার মানুষের ন্যায় হাটা বা দৌড়ানোর মতো হতে হবে,তাদের চলাফেরার জন্য অন্য কোন যন্ত্র বা হুইল ব্যাবহার করা যাবে না।

প্রতিযোগিতায় সম্পূর্ণ স্বতন্ত্রভাবে হিউম্যানয়েড অংশগ্রহণের অনুমতি পাবে,দৌড়ে এগিয়ে যাওয়ার জন্য দ্বিপদী যান্ত্রিক থাকতে হবে। রোবট গুলোর উচ্চতা হতে হবে ২ থেকে ৫ মিটারের মধ্যে। কোমরের জয়েন্ট পােয়র সোল পযন্ত সর্বনিম্ন দৈর্ঘ্যদশমিক ৪৫ মিটার হতে হবো।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবটিক্স পরিসংখ্যান অনুযায়ী চিনের ২০২৩ সালে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এবং সংস্থা ২ লাখ ৭৬ হাজার ২৮৮ টি রোবট ব্যবহার করেছে। যা বিশ্বে রোবটের সংখ্যা দাঁড়ায় ৫১ শতাংশ কাছাকাছি।

অপরদিকে বেইজিং আগামী আগষ্ট আরো একটি ক্রিড়ার ইভেন্ট চালুর পরিকল্পনা করছে যখানে হিউম্যান রোবটগুলো অংশগ্রহণ করবে ট্র্যাক এন্ড ফিল্ড,ফুটবল সহ অন্যান্যা খেলা এবং দক্ষতা ভিত্তিক চ্যালেন্জ নিতে প্রস্তুতি নিচ্ছে।

চীনের সংবাদমাধ্যম দ্যা ডেইলি সিপিউসি প্রকাশ করে এই ঐতিহাসিক বিশ্বের প্রথম ম্যারাথনে “ টিয়ানগং নামে একটি আধুনিক হিউম্যানয়েড রোবট অংশ নেবে।রোবটটি ঘন্টায় ১০ কিলোমিটার দৌড়ানোর ক্ষমতা আছে। এটি চিনের অগ্রগতি তুলে ধরার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটিক্স সেন্টারের গবেষণার ফসল।

তাদের মতে এই উদ্ভবনী পদক্ষেপ চীনকে রোবটিক প্রযুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে নিয়ে যাবে। এবং বিশ্বের তাদের যান্ত্রিক তৈরির প্রভাব বৃদ্ধিতে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *