চীনের পূর্বাঞ্চলের শানডং প্রদেশের উইফাংয়ের এক বাসিন্দা ১ লাখ ১ হাজার ইউয়ান(১৪ হাজার মার্কিন ডলার) দিয়ে তার পরিচিত পুরোনো গাড়ি ক্রয়-বিক্রয়ের প্লাটফর্ম গুয়াজি থেকে একটি ব্যবহৃত টেসলা মডেল থ্রি গাড়ি কিনেছিলেন। ওই ব্যক্তির নাম নিশ্চিত ভাবে জানা যায়নি।
গাড়িটি কিনে চালানোর কিছুক্ষন পরই তিনি বুঝতে পারেন বৈদ্যুতিক গাড়িটি আর চার্জ করতে পারবে না। গাড়িতে এ বিষয়ে সতর্কতা দেখাচ্ছে। তখনই ব্যাক্তিটির গাড়ি সম্পর্কে সন্দেহ হয় এবং বুঝতে পারে গাড়ির ব্যাটারি হয়তো নষ্ট হয়ে গেছে।
এমন পরিস্থিতিতে সমস্যা সমাধানের জন্য তিনি গুয়াজি ও টেসলা উভয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তিনি ব্যর্থ হন। চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর তিনি হতাশ হয়ে প্রতিবাদ জানাতে একটি অভিনব পদ্ধতি বেছে নেন।
তিনি একটি ষাঁড়ের সাথে গাড়িটা বেঁধে দেন এবং ষাঁড়টি গাড়িটা রাস্তা দিয়ে টেনে নিয়ে যেতে থাকে। ওই ব্যক্তির ধারণা, এভাবে তিনি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন এবং ন্যায়বিচার পাবেন।
প্রতারণার ফাঁদে পড়া ওই ব্যক্তির মনে আশা অনেকটা পূরণ হয়েছে। রাস্তা দিয়ে একটি ষাঁড় আস্তে ধীরে টেনে টেনে একটি টেসলা গাড়ি নিয়ে যাচ্ছে। এমন ভিডিও চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভাইরাল হয়। স্প্রে-প্রিন্ট দিয়ে গাড়িটির গায়ে আরও লেখা ছিলো “গুয়াজির মাধ্যমে প্রতারিত এবং প্রতারক” যা মানুষকে আরও আকর্ষণ করেছে।
এভাবে মানুষ আকর্ষিত হয়ে গাড়িটির ভিডিও করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে।
ওই ব্যক্তি গাড়িটিকে গুয়াজির ব্যবহৃত গাড়ি বিক্রির শোরুমের সামনে রেখে আসে। পরবর্তীতে গুয়াজির কাস্টমার সার্ভিসের এক কর্মকর্তা আইফেং ডটকম কে বলেন, সকল গাড়ি পরিক্ষা করে তারপরই তাদের প্ল্যাটফর্মে তালিকাভুক্ত করেন। ওই ব্যক্তি গুয়াজির অন্য কোন সার্ভিস থেকে গাড়িটি নিয়েছেন। ওই সার্ভিসে দালালেরা সরাসরি দামাদামি করে ক্রেতার কাছে গাড়ি বিক্রয় করেন।
কর্মকর্তা আরও বলেন, পেশাদার দালালদের জন্যই আমাদের গুয়াজিস সিটুবি সেবা চালুই করা হয়েছে। যারা বাণিজ্যিক উদ্দ্যেশে কম দামে পুরোনো গাড়ি ক্রয় করেন এবং পরে সেগুলো বেশি দামে বিক্রি করেন।
চীনের টেসলার অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে টেসলার মডেল থ্রি গাড়ির দাম ৩ লাখ ৩৫ হাজার ৯০০ ইউয়ান(৪৭ মার্কিন ডলার)।