আগামী ৫ই নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতি চার বছর পরপর নভেম্বর মাসের প্রথম সোমবারের পরের মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু কেনই বা প্রথম সোমবারের পরের মঙ্গলবার এ ভোট গ্রহণ হয় এর পিছনে রয়েছে ইতিহাস। যে যুক্তরাষ্ট্রে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার ভোটগ্রহণের রীতি ১৮০ বছর ধরে চলে আসছে।
যে কারণে নভেম্বর মাসে ভোট
যুক্তরাষ্ট্রে ১৮৪০ সালের আগে ভোটের জন্য আলাদা দিন নির্ধারণ করা ছিল না। অঙ্গরাজ্য গুলো ওই সময় তারিখ ঠিক করতো ভোটগ্রহণের। একে অঙ্গরাজ্যে একেক দিন ভোট গ্রহণ হত। কিন্তু বেশিরভাগ অঙ্গরাজ্য নভেম্বর মাস বেছে নিত এ কারণে অঙ্গরাজ্যগুলোতে সংকট দেখা দিত। এরপর ১৯৪৫ সালে নির্দিষ্ট দিনে ভোটগ্রহণের আইন পাস হয়।১৯৪৫ সালের দিকে যুক্তরাষ্ট্র কৃষিভিত্তিক সমাজ ছিল। ওই সময় সারা বছর কৃষকেরা ব্যস্ত থাকতো। কিন্তু নভেম্বর শুরুতে ছিল তাদের অবসর। কারণ এর আগেই ফসল ঘরে তোলা হত। এছাড়াও নভেম্বর মাসে আবহাওয়া বেশ অনুকুলে থাকে।
তবে নভেম্বরের প্রথম মঙ্গলবার বাছাই করার কারণ যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ রবিবার চার্চে যেত। ওই সময় মার্কিন কৃষকদের বুধবার থেকে শুক্রবার ছিল বাজারের দিন।ওই সময় যোগাযোগ ব্যবস্থা ছিল না হেঁটে বা ঘোড়ায় চড়ে ভোট কেন্দ্রে যেতে অনেক সময় লেগে যেত। অবশেষে মঙ্গলবার ভোটগ্রহণের দিন ঠিক হয় যাতে মানুষ ভোট কেন্দ্রে পৌঁছানোর জন্য সোমবার কাজে লাগাতে পারে।
অতএব ১৯৪৫ সালে পর থেকে প্রেসিডেন্ট নির্বাচন ছাড়াও অন্যান্য নির্বাচন নির্দিষ্ট দিনে নেওয়ার আইন পাস হয় এবং প্রয়োগ শুরু হয়। মূলত ব্যবহারিক বিবেচনা ও সামাজিক নিয়মের ওপর ভিত্তি করে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার ভোটগ্রহণের তারিখ ঠিক হয়।