ইসরাইলে প্রতিশোধমূলক হামলা চালানোর নির্দেশ খামেনির

গত ৩১ শে অক্টোবর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী এ তথ্য নিশ্চিত করা হয়েছে যে,ইরানের  প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইলের পাল্টা হামলা চালানোর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সামরিক বাহিনীকে।

প্রতিবেদনের দেওয়া তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে এই প্রতিশোধমূলক হামলা  চালাবে না ইরান। তবে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এ তথ্য জানা যাচ্ছে যে, ৫ ই নভেম্বর মার্কিন নির্বাচনের আগেই হামলা চালাতে পারে ইরান। 

গত পহেলা অক্টোবর ইসরাইলকে উদ্দেশ্য করে ইরান ১৮১ টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে।তারই প্রতিশোধের জবাবে গত ২৬ শে অক্টোবর ইসরাইল ইরানের বিভিন্ন স্থানে তাদের বিমান বাহিনী দ্বারা হামলা চালায়। এতে করে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামো বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এই ঘটনার পর ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনি দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে গত সোমবার বলেন, এই হামলার জবাব দিতে হবে নয়তো নিজেদের ‘পরাজিত’ হিসেবে অভিহিত হতে হবে।

দেশটি নিরাপত্তা সংস্থা ইসরাইলি হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে খামেনিকে অভিহিত করার পর, খামেনি দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে এই হামলার প্রত্যুত্তর দেয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। 

ইরানি এক কর্মকর্তা বরাতে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক তথ্য অনুযায়ী এ কথা বলা হয়েছে যে, গত সপ্তাহে ইসরাইল ইরানের সামরিক অবকাঠামো কে  লক্ষ্য করে যে ধ্বংসাত্মক হামলা চালিয়েছে। তার কঠোর জবাব দিতে ইসরাইলে পুনরায় হামলা চালাতে চাই ইরান।

ইরানে চালানো ইসরাইলি হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা সর্বপ্রথম স্বীকার করেনি ইরান। কিন্তু পরবর্তীতে ইরান  এ কথা স্বীকার করে যে এ হামলায় অন্তত চার সেনা সদস্য নিহত হয়েছে।

দেশটির প্রধান নেতা খামিনি জানান ইসরাইলি হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কম বা অতিরঞ্জিত করে দেখানোর কিছু নেই। 

তবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র, ইরানকে, গত সপ্তাহে চালানো ইসরাইলি হামলার পাল্টা জবাব না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *