জাতীয় পার্টিকে হুশিয়ারি “যেই পথে গেছে আপা সেই পথে যাবে জাপা”- সারজিস 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরাবরের মতোই জাতীয় পার্টি ইস্যুতেও নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। দেশের গনতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করতে পদত্যাগকৃত আওয়ামী লীগের সাথে আঁতাত করেছিল জাতীয় পার্টি অভিযোগ শিক্ষার্থীদের। 

গত শুক্রবার ১ নভেম্বর রাতে সমন্বায়ক হাসনাত আবদুল্লাহ (বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন) তার ভেরিফাইড ফেইসবুক আকাউন্টে পোস্টের মাধ্যমে এই হুশিয়ারি দেন জাতীয় পার্টিকে। 

এখানে খুবই স্পষ্ট যে হাসনাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই উদ্দেশ্য করেই এই পোস্ট করেছেন। শেখ হাসিনা গত ৫ ই আগস্ট ছাত্র জনতা আন্দোলনের মুখে পদত্যাগ করে পলায়ন করেন। 

এদিকে আরেক জনপ্রিয় সমন্বয়ক সারজিস আলমও একই পোস্ট করেছেন তার ফেইসবুক আকাউন্টে। 

 এর পূর্বে বৃহস্পতিবার, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদেরকে লক্ষ্য করে হামলা করে জাতীয় পার্টি। উক্তদিনই সন্ধ্যায় শিক্ষার্থীরা ঢাবির রাজু ভাস্কর্যে  ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এদের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক অপতৎপরতা ও দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে  ছাত্র শ্রমিক জনতা মশাল মিছিল করেন। 

এতে জাতীয় বেইমান বলে আখ্যা দিয়ে হাসনাত আবদুল্লাহ ফেইসবুকে পোস্ট করেন।

পোস্টে তিনি জানিয়েছেন – 

“জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে,অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত”।

এরপরই জাতীয় পার্টির বিজয়নগরের কার্যালয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আগুন দেয়।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আওয়ামী লীগের পাশাপাশি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার জন্য জাতীয় পার্টির প্রতিও অভিযোগ করে। জাতীয় পার্টির ভারতঘেষা রাজনীতি,নীতিনির্ধারণ, এবং ভোটবিহীন সরকার ব্যবস্থা চালু রাখতে জাতীয় পার্টি সর্বদা শেখ হাসিনা সরকারকে সাহায্য করেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *