ট্রাম্প সমর্থকদের বাইডেন ‘আবর্জনা’ বললেন প্রতিবাদ জানালো  ট্রাম্প

গত মঙ্গলবার এক নির্বাচনী প্রচারণা কালে ট্রাম্প সমর্থকদের ‘আবর্জনা’ বলে অভিহিত করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে প্রেসিডেন্ট জো বাইডেন।

তবে হোয়াইট হাউজের এক বিবৃতি বলেছেন, ট্রাম্পের বক্তব্য সম্পর্কে এমন মন্তব্য করেছেন বাইডেন তার সমর্থকদের নয়।

সম্প্রতি কৌতুকশিল্পী টনি হিঞ্চক্লিফ যিনি একজন রিপাবলিকান সমর্থক তাঁরই এক মন্তব্য থেকেই এই আবর্জনা কথাটির সূত্রপাত ঘটেছে। টনি ক্যারিবিয়ান অঞ্চলে যুক্তরাজ্যের একটি দ্বীপপুঞ্জ পুয়ের্তো রিকো কে ‘আবর্জনার ভাসমান দ্বীপ’ বলে আখ্যায়িত করেছেন।

ট্রাম্প সমর্থকদের এমন বক্তব্যের প্রত্যুত্তরে বাইডেন বলেছে আমি পুয়ের্তো রিকোতে যে ভাসমান আবর্জনা দেখি তা হল ট্রাম্পের সমর্থকরা। আর বাইডেনের এই কথা নিয়ে শুধুমাত্র রিপাবলিকান দলেই নয়। 

ডেমোক্র্যাট শিবিরেও শুরু হয়ে গেছে তীব্র সমালোচনা। পরবর্তীতে বাইডেন নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন তিনি আসলে ল্যাটিনো সম্প্রদায়ের প্রতি ট্রাম্প সমর্থকদের বিদ্বেষপূর্ণ মনোভাব এর সমালোচনা করেছেন।

এই ঘটনার ফলশ্রুতিতে গত ৩০ শে অক্টোবর বুধবার নিজস্ব নাম লেখা বোয়িং ৭৫৭ বিমান থেকে নেমে বৃষ্টি ভেজা রানওয়ে দিয়ে হেটে সোজা একটি গার্বেজ ট্রাকে গিয়ে ওঠেন ট্রাম্প। এবং সেই গার্বেজ ট্রাকটিতে লেখা ছিল ‘ট্রাম্প; ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’।

আর এই সময় ট্রাম্পের গায়ে পড়া ছিল সাদা শার্ট এবং লাল টাই এর উপর কমলা- হলুদ রং এর সেফটি ভেস্ট। এ সময় কমলা হ্যারিসকে  অনেকটা ব্যঙ্গ করে সাংবাদিকদের ট্রাম্প বলেন আমার এই ময়লার গাড়িটি কেমন লাগছে?

ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স বলেছেন জো বাইডেন এবং তার শিষ্য কমলা হ্যারিস দেশের অর্ধেক নাগরিক আক্রমণ করেছেন এছাড়াও তিনি বাইডেনের এই বক্তব্যকে অতি ‘জঘন্য’ বলে আখ্যায়িত করেছেন।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তার এক নির্বাচনী প্রচারণায় বাইডেনের এই বক্তব্যকে ‘ভয়ংকর’ বলে অভিহিত করেছেন শুধু তাই নয় তিনি তার এক নির্বাচনী সমাবেশে আরো বলেছেন ‘এই মানুষগুলো ভয়ংকর এরকম কিছু বলা ভয়ঙ্কর’। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *