যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দুই দলের লড়াই চলছে হাড্ডাহাড্ডি ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে লড়ছেন কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির পদপ্রার্থী হয়ে লড়ছেন ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে ট্রাম্প যদি কমলার বিপক্ষে লড়াই এ নির্বাচনে বিজয় লাভ করে তবে ট্রাম্প হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম “অপরাধী প্রেসিডেন্ট”।
ডোনাল্ড ট্রাম্প যদি নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হতে পারেন তবে স্থগিত হয়ে যেতে পারে তার বিরুদ্ধের ফৌজদারি মামলা গুলো। তবে যদি ট্রাম্প হেরে যায় নির্বাচনে তবে আবারো আইনি লড়াইয়ের প্রক্রিয়া দিয়ে যেতে হবে তাকে বলছেন আইন বিশেষজ্ঞরা।
মার্কিন আইন অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের জেল/জরিমানা বা উভয় শাস্তিই একসাথে হওয়ার কথা। তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশ হওয়া সংবাদ অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব আইনজীবীরা তাদের মোক্কেলকে আইনি প্রক্রিয়া ও সাজা থেকে বাঁচাতে নানান পদক্ষেপ নিতে পারেন অথবা শুনানির আর্জিও হতে পারে। আসন্ন ৫ নভেম্বরের নির্বাচনের ফলাফলের উপরই নির্ভর করছে সব।
তবে স্টেভেন চেউং ট্রাম্পের প্রচার অভিযানের মুখপাত্র জানিয়েছেন – ডোনাল্ড ট্রাম্পই জয়ী হবেন ব্যালট বক্সে।
ফৌজদারি মামলা বাদেও ট্রাম্পের বিরুদ্ধে একাধিক দেওয়ানি মামলাও রয়েছে বেআইনি ভাবে প্রেসিডেন্ট থাকাকালীন ৩০ কোটি ডলালের সম্পত্তি গড়েছিলেন ট্রাম্প। নিউইয়র্কের আদালতে বেআইনিভাবে সম্পদ অধিকৃতর মামলা ও চলছে। দোষী হলে তার অবশ্য জরিমানা দিতে হবে জেল হবে না।
ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালে নির্বাচনের ফলাফল নষ্ট করার অভিযোগও রয়েছে।
ব্যাবসায়িক সংস্থার বিভিন্ন নথিপত্র জালিয়াতি করেছিলেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প,পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসের সাথে শারীরিক সম্পর্কের পর তার মুখ বন্ধ রাখতে ১ লাখ ৩০ হাজার ডলার জরিমানা দিতে হয়েছিল তাকে। টাকা দেওয়ার পর টাকার বিষয় গোপন রাখতে ট্রাম্প উক্ত নথিপত্র জালিয়াতি করেন অভিযোগ প্রমানিত হওয়ায় তার বিরুদ্ধে মামলা হয়।
উল্লেখ্য আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি বর্তমান রিপাবলিকান পদপ্রার্থী তার আইনজীবীরা বারবার আদালতে হাজির হয়ে সাজা ঘোষণার দিন পেছানোর আবেদন করেন এবং কয়েকবার সেই তারিখ পেছানোও হয় শেষ নির্দেশ অনুসারে, নির্বাচনের ২০ দিন পরে ২৬ নভেম্বর ট্রাম্পের সাজা ঘোষণা হতে পারে । আবার অনেক কিছু নির্ভর করছে নির্বাচনের ফলাফলের উপর।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে র্বহিবিশ্বের মনে এমন প্রশ্নও দানা বাঁধছে নির্বাচনে ট্রাম্প প্রেসিডেন্ট হলে তার মামলার কি হবে??