যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন:ফলাফলে পিছিয়ে কমলা হ্যারিস

শেষ হয়েছে, আমেরিকার বেশির ভাগ রাজ্যের প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 230 নির্বাচনি ভোট অপরদিকে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন 187 নির্বাচনি ভোট।

বার্তা সংস্থা রয়টার্স ও এপি এর সূত্রমতে, প্রাথমিকভাবে গত ৫ নভেম্বর ৫০ টি রাজ্যে ভোটগ্রহন শুরু হয় স্থানীয় সময় সকাল থেকে রাত পর্যন্ত। অঞ্চলগত পার্থক্যের কারণে রাজ্যগুলিতে একই সময় নির্বাচন শুরু হয় নি।প্রথম রাজ্য হিসেবে ইন্ডিয়ানা ও কেনটাকি ভোট বন্ধ করে দিয়েছে।

সাতটি সুইং স্টেট — জর্জিয়া, উইসকনসিন, মিশিগান, পেনসিলভানিয়া, অ্যারিজোনা, নেভাদা এবং নর্থ ক্যারোলিনা — মোট ৯৩টি ইলেক্টোরাল ভোট রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার জন্য এই সাতটি সুইং স্টেটের মধ্যে অন্তত চারটিতে জয়ী হওয়া অপরিহার্য।এবং 50টি রাজ্য এবং ওয়াশিংটন ডিসির মধ্যে মোট 538টি নির্বাচনী ভোট বরাদ্দ করা হয়েছে।যে প্রার্থী 270 ইলেক্টোরাল ভোট বা তার বেশি জয়ী হন তিনি রাষ্ট্রপতি হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *