বিমানবন্দরে গ্রেফতার ধর্ষক মামলার দুই চিনা নাগরিক

 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে দুই চিনা নাগরিককে।

বাংলাদেশ থেকে পালিয়ে চীনে যাওয়ার সময় গ্রেফতার করা হয় তাদেরকে।এই দুই চিনা নাগরিক ধর্ষণ মামলার আসামি।পরবর্তীতে তাদেরকে নিয়ে যাওয়া হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানায় ।

৬ নভেম্বর বিকেলে গাজীপুরের মেট্রোপলিটন আদালতে গ্রেফতারকৃতদের হাজির করা হলে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। 

গআটককৃতরা হলেন, চীনের ওয়াং চাও ইয়াং (২৮) এবং ইয়াং জিং (৪২)।

মামলা সূত্রে জানা যায়, গাজীপুরের কাশিমপুর থানাধীন মোজার মিল এলাকার সাদিকুলের বাড়িতে ভাড়া থেকে ব্যবসা করতেন চীনের তিন নাগরিক ওয়াং চাও ইয়াং (২৮), ওয়াং জাওফিং (৪৫) ও ইয়াং জিং (৪২)। চুল দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরির কারখানা রয়েছে তাদের।

ওই বাড়ির পাশের ফ্লাটে ভাড়া থাকতেন ঢাকার আশুলিয়া থানার কুরগাঁও এলাকার ৪০ বছর বয়সের এক নারী। স্বামীর সঙ্গে ডিভোর্সের পর গত জুলাই মাসে ওই নারী চীনা নাগরিক ওয়াং চাও ইয়াং-কে বিয়ে করেন। বিয়ের মাসখানেক পর গত ২৩ আগস্ট রাতে স্বামীর সহায়তায় অপর দুইজন তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় স্বামীসহ বিদেশী ওই তিন ব্যবসায়ীর বিরুদ্ধে গত ২৭ আগস্ট মামলা করেন ভুক্তভোগী ওই নারী। এরপর থেকেই অভিযুক্তরা পলাতক ছিলেন।

জিএমপি’র কোর্ট ইন্সপেক্টর জাহিদুল ইসলাম জানান, বুধবার বিকেলে গাজীপুরের মেট্রোপলিটন আদালতে গ্রেফতারকৃতদের হাজির করা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *