গতকাল ৫ নভেম্বর মঙ্গলবার ইসরায়েলের ব্রডকাস্ট অথোরিটির তথ্য মতে,
“আত্মহত্যা করেছে আসফ নামে একজন মেজোর মর্যাদার সেনা কর্মকর্তা রিজার্ভ অফিসার”এয়ার ফোর্সের।
সোমবার আত্মহত্যা করেছেন ইসরায়ের একজন রিজার্ভ অফিসার যার যুদ্ধে ডাক পড়েছিল। সম্প্রতি আত্মহত্যা আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যদের মাঝে। সামরিক বাহিনীর মাঝে যারা যুদ্ধের মাঠ থেকে ফিরে এসেছেন আবার যাদের যুদ্ধের ময়দানে ডাক পড়েছে তাদের মধ্যে আত্মহত্যার প্রবনতা ভয়াবহ ভাবে বেড়ে গেছে।
ইসরায়েলের কর্তৃপক্ষের জানানো তথ্য অনুযায়ী, একটি জরুরি বার্তা যা পাঠিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট সেই বার্তা অনুসারে, মেজর আসফ দাগান যিনি বিমান বাহিনীর রিজার্ভ অফিসার ছিলেন তাকে চাকরির জন্য ডাকা হয়। আসফ দাগান যখন আত্মহত্যা করেছিলেন, সামরিক ঘাঁটি লক্ষ্য করেই সেদিকে যাচ্ছিলেন। ব্যাকপ্যাকে যুদ্ধের সরঞ্জাম পোশাক, চার্জার, ফোন,চাবি,হেডফোন,শেভিং কিটসহ নিজের ব্যক্তিগত রাইফেলের পাশে স্থানীয় অ্যাটলিটের নিকট জঙ্গলে আসফ দাগানের মৃত দেহটি খুঁজে পাওয়া যায়।
প্রায় তিন বছর পূর্বে ৩৮ বছর বয়সী মেজর আসফ দাগানকে অব্যাহতি দেওয়া হয় নিয়মিত চাকরি থেকে। এরপর থেকেই দাগান রিজার্ভের দায়িত্ব পালন করেছিলেন। তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন সেনাবাহিনীতে প্যারাট্রুপারদের সাথে এবং হয়ে উঠেছিলেন মেজর পদমর্যাদার অফিসার। এমনকি তিনি দায়িত্ব পালন করেছিলেন ২০০৬ সালে লেবাননের বিরুদ্ধেও।
“আসফ দাগান পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নামক মানসিক রোগে ভুগছিলেন গত ৪ বছর যাবত” -জানিয়েছেন তার মা।
মর্মান্তিক বেদনাদায়ক কষ্টের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে বিপর্যস্ত হলে এই ধরনের সমস্যা হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
একটি চিঠিও লিখে গেছেন মা কে উদ্দেশ্য করে এই সেনা কর্মকর্তা , তিনি লিখেছেন – “তার মা জেনে খুশি হবেন স্বস্তি পাবেন যে তিনি নাকি বিশ্রাম পেয়েছেন, মাকে তার জন্য আর চিন্তা করতে নিষেধ করেছেন তিনি”।
সম্প্রতি ইসরায়েলের সেনাবাহিনীর সদস্যদের মাঝে আত্মহত্যার প্রবনতা বৃদ্ধি পাওয়ায় ইহুদিবাদী সরকার এসব আত্মহত্যার প্রবনতা কমানোর লক্ষ্যে কমিটি গঠন করার ঘোষণা দিয়েছেন।