মেয়ের জন্মদিনে রনবীর-আলিয়ার ছবি শেয়ার

আজ দ্বিতীয় জন্মদিন রনবীর-আলিয়ার কন্যা রাহা’র, সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি শেয়ার করেছেননবীর-আলিয়া-রাহা’র আবেগঘন একটি ছবি। আজ(৬ নভেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সর্বপ্রথম প্রথম মেয়েকে তারা সামনে আনেন গত বছর বড়দিনে। মেয়ের ছবি না তোলার জন্য সংবাদমাধ্যমকে অনুরোধ জানিয়েছিলেন তারা এবং বলেন সময়মতো নিজেরাই আনবেন প্রকাশ্যে।

এছাড়াও সোশ্যাল মিডিয়াতেও মেয়ের মুখ দেখাননি তার আগে মা-বাবা। তবে হঠাৎই বড়দিনে মেয়ে নিয়ে চলে আসেন আচমকাই পাপারাৎজিদের সামনে।

আলিয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তারা কোনোদিনই চাননি মেয়েকে কখনো সামনে আনবেন না। এমনকি, বড়দিনেও রাহাকে নিয়ে পাপারাৎজিদের সামনে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন হুট করে।

তবে, আজ মেয়ের দ্বিতীয় জন্মদিনে পুনরায় ছবি শেয়ার করেন রনবীরের মা নিতু কাপুর। ছবিতে দেখা যাচ্ছে, মেয়েকে চুমু দিচ্ছেন রনবীর। চোখগুলো বন্ধ। অন্যদিকে, আলিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন স্বামীর দিকে।

/এআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *