স্থানীয় সময় ৫ নভেম্বর মঙ্গলবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে। ফ্লায়ারের বিশাল স্তুপ, লিফলেট ও টেলিভিশনে ঘন্টার পর ঘন্টা বিজ্ঞাপন, জানিয়ে দিচ্ছে নির্বাচনের মাস মার্কিন যুক্তরাষ্ট্রে। একইসাথে রাজ্য স্তরের নির্বাচন, পৌরসভার নির্বাচন, এবং ফেডারেল নির্বাচন ও অনুষ্ঠিত হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সাথে। সাধারণ নির্বাচন উপলক্ষে প্রতিযোগিতা দেখা যাচ্ছে, শতশত পার্থীর মাঝে উপকূল থেকে উপকূলে।
৫ নভেম্বর মঙ্গলবারেই ভোট গ্রহনের সমাপ্তি হওয়ার কথা থাকলেও সময়ের ব্যাবধানের তারতম্যের কারনে বেশ কিছু অঙ্গরাজ্যে, বুধবার সকাল পর্যন্ত ভোট গ্রহন চলবে।
মঙ্গলবার আমেরিকার সিনেটের কার্যালয়ের এক তৃতীয়াংশ / ৩৪ টি ভোটও অনুষ্ঠিত হবে।
মার্কিন যুক্তরাষ্টে ৬ টি সময়ের ব্যাবধানে ৫০ টি রাজ্যে ভোট গ্রহন বন্ধ হওয়ার সময় বিস্তারিত উল্লেখ করা হল।
- ইন্ডিয়ানা, কেনটাকি অঙ্গরাজ্যে বুধবার ভোর ৫ টা ( বাংলাদেশের সময় অনুযায়ী) এবং যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুসারে, ৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬ টা।
- আলাবামা (পূর্বাঞ্চলীয় কিছু কেন্দ্রে),কেনটাকি (পশ্চিমের কাউন্টিগুলো), জর্জিয়া,ভারমন্ট, ভার্জিনিয়া, ফ্লোরিডা(অধিকাংশ কেন্দ্রে), ইন্ডিয়ানা ( বেশ কয়েকটি কেন্দ্রে), নিউ হ্যাম্পশায়ার (অধিকাংশ কেন্দ্র), দক্ষিণ ক্যারোলিনা সন্ধ্যা ৭ টায় মঙ্গলবার স্থানীয় সময় এবং বাংলাদেশে বুধবার সকাল ৬টা।
- নিউ হ্যাম্পশায়ার, ওহাইও,পশ্চিম ভার্জিনিয়া,উত্তর ক্যারোলিন সকাল ৬.৩০ বুধবার বাংলাদেশ সময়, এবং যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭ টা মঙ্গলবার।
- রাত ৮ টা মঙ্গলবার স্থানীয় সময় এবং বাংলাদেশে সকাল ৭ টা বুধবার ভোটগ্রহণ শেষ হবে: আলাবামা (অধিকাংশ কেন্দ্রে), মিসিসিপি,ওকলাহোমা, কানসাস (অঙ্গরাজ্যের অধিকাংশ কেন্দ্রে),কানেকটিকাট,ইলিনয়,ডেলাওয়্যার, নিউ জার্সি, ফ্লোরিডা
(পশ্চিমাঞ্চলীয় কাউন্টি),ওয়াশিংটন,মেইন মেরিল্যান্ড, দক্ষিণ ডাকোটা (অধিকাংশ কেন্দ্রে), ম্যাসাচুসেটস, মিশিগান (অধিকাংশ কেন্দ্রে),, মিসৌরিনিউ, হ্যাম্পশায়ার (১৯টি শহর এবং একটি নগর),উত্তর ডাকোটা ( পূর্বাঞ্চলীয় কেন্দ্রে),পেনসিলভানিয়া,রোড আইল্যান্ড, টেনেসি,টেক্সাস (পূর্বাঞ্চলীয় কেন্দ্রে),
- অ্যারিজোনা,কলোরাডো,নেভাদা উত্তর ডাকোটা ( পশ্চিমাঞ্চলীয় কেন্দ্রে),আইওয়া
কানসাস (গ্রিলি, হ্যামিল্টন, শেরম্যান ও ওয়ালেসসহ পশ্চিম কাউন্টিতে),আয়রন ও মেনোমিনিসহ (পশ্চিম কাউন্টি) ,লুইসিয়ানা,উইসকনসিন,মিশিগান (ডিকিনসন,গজেবিক, মিনেসোটা,নেব্রাস্কা,নিউ মেক্সিকো,দক্ষিণ ডাকোটা (অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলীয় ১৭টি কাউন্টিতে),টেক্সাস (পশ্চিমাঞ্চলীয় কাউন্টিতে), ওয়াইমিং যুক্তরাষ্ট্রে মঙ্গলবার রাত ৯ টা, বাংলাদেশে বুধবার সকাল ৮ টা।
- মঙ্গলবার রাত ১০ টা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সকাল ৯ টা বুধবার – উটাহ,নেভাদা, আইডাহো (অধিকাংশ কেন্দ্র),মন্টানা,,অরেগন (মালহেউর কাউন্টির কিছু অংশে)
- বাংলাদেশ সময় সকাল ১০ টা, যুক্তরাষ্ট্রের সময় রাত ১১ টা – ক্যালিফোর্নিয়া,আইডাহো,ওরেগন (অধিকাংশ কেন্দ্র),ওয়াশিংটন।
- আলাস্কা, হাওয়াই দিবাগত রাত ১২ টা মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সময় এবং বুধবার সকাল ১১ টা বাংলাদেশ সময়।
উক্ত ভোট গ্রহনের শেষেই সকল উত্তেজনা ও কৌতূহলের সমাপ্তি হবে। জানা যাবে কার হাতে যাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার দায়িত্বভার৷ কে হবেন আগামীর প্রসিডেন্ট কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প?