মার্কিন বার্তা সংস্থা এপি, বাংলাদেশ সময় ৬ নভেম্বর বুধবার বিকাল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত ২৭৭ টা ইলেকটোরাল ভোটে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারো যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রসিডেন্ট নির্বাচিত হতে হলে, একজন প্রার্থীকে পেতে হবে ৫৩৮ টির মাঝে ২৭০ টি ইলেকটোরাল ভোট। ডোনাল্ড ট্রাম্প ২৭৭ টি ইলেকটোরাল ভোট পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস পেতে যাচ্ছেন ২২৪ টি ইলেকটোরাল ভোট।
২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল হিলারি ক্লিনটনকে পরাজিত করে। এরপর ২০২০ সালে জো বাইডেনের নিকট পরাজিত হয়ে হোয়াইট হাউস ছাড়েন ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালে আবারো কমলা হ্যারিসের বিপক্ষে বিজয়ী হয়ে ফিরে যাচ্ছেন হোয়াইট হাউসে।
বিজয়ী ঘোষণার পর ট্রাম্প এক বক্তব্যে বলছেন- আমেরিকা তাদের শক্তিশালী ও অভূতপূর্ব ম্যান্ডেট দিয়েছেন। ডেমোক্রেটদের নিকট হতে সিনেট পুনরুদ্ধার করেছে রিপাবলিকানরা। আবারো এটি সুযোগ আমেরিকাকে মহান করে তোলার এটি সুবর্ন যুগ আমেরিকার। তারা তাদের দেশ আমেরিকাকে সারিয়ে তুলতে যাচ্ছেন বলেও ঘোষণা দেন ট্রাম্প।
অনেক নেতিবাচকতা রয়েছে সাবেক ও বর্তমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। তার হাতে কতটা নিরাপদ যুক্তরাষ্ট্রের গনতন্ত্র তা নিয়েও প্রশ্ন উঠেছে অনেক। বিচার বিভাগে দায়ের করা নানান অভিযোগে অভিযুক্ত তিনি।
আবার তিনি এর পূর্বে প্রেসিডেন্ট হিসেবে সমালোচিত হয়েছিলেন তার বিভিন্ন খামখেয়ালী অভ্যাস ও কার্যক্রম কে কেন্দ্র করে। তাই বিশ্ববাসীর কাছে তা পরিচিত। পরবর্তী চার বছর হবে তাই ভীষণ উত্তাল ও উৎকন্ঠার। এই উথাল-পাতাল যাত্রায় প্রস্তুত থাকতে হবে যুক্তরাষ্ট্রকে।
কমলা হ্যারিস কে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে আমেরিকার ভোটাররা চাইলে নতুন ইতিহাস তৈরি করতেই পারতেন। কিন্তু তারা জানান প্রেসিডেন্ট হিসেবে একজন নারীকে মেনে নিতে তারা এখনো প্রস্তুত নন। তাই ডোনাল্ড ট্রাম্পকেই নির্বাচিত করেছেন তারা।