গতকাল(৬ নভেম্বর) আফগানিস্তানের বিপক্ষে কিপিং করার সময় আঙ্গুলে চোট পেয়েছে উইকেট রক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।ফলে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে পারবেন না তিনি।৯২ রানের বিশাল ব্যবধানে সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। ম্যাচ হারের পর শিবিরে জানা গেল ইনজুরিতে পড়েছেন মুশফিকুর রহিম।
মাত্র ১ রান করে আফগানিস্তানে আউট হয়েছেন মুশফিকুর রহিম। আফগানদের ব্যাটিং করার শেষ দিকে আঙ্গুলে চোট পান এই অভিজ্ঞ। আঘাতের কারণে মিডল অর্ডারে নামতে পারেননি মুশফিক।চোটের গভীরতা বুঝতে ডাক্তারি পরীক্ষা করার পরও এখন পর্যন্ত রিপোর্ট পায়নি বিসিবি। কিন্তু প্রাথমিক চিকিৎসার পরই নিশ্চিত হয়েছে উইকেট রক্ষক মিস করবে ২য় ম্যাচ।
আশংকা করা হচ্ছে সিরিজের ৩য় ম্যাচেও হয়তো দেখা মিলবে না এ উইকেট রক্ষকের।আগামী শনিবার একই মাঠে সিরিজের ২য় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।
সূত্র:এসআইএন
ছবি:উইকিপিডিয়া
