কিউবায় ১৮৫ কি.মি বেগে হারিকেন রাফায়েল আঘাত হেনেছে 

কিউবায় সম্পূর্ণ রূপে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, শক্তিশালী হারিকেন “রাফায়েল” ঘন্টায় ১৮৫ কি.মি বেগে দেশটিতে আঘাত হেনেছে।

বিবিসির খবর অনুযায়ী, কাটাগরি ৩  মাত্রার হারিকেন রাফায়েল গত ৬ নভেম্বর বুধবার কিউবার স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যায় দেশটির উপকূলে আঘাত হানে। 

হারিকেন “রাফায়েল” প্রভাবে আকস্মিক বন্যা, প্রানহানীকর জলোচ্ছ্বাস, তীব্র বেগে বাতাস ও প্লাবিত হতে পারে দ্বীপ রাষ্ট্র কিউবার পশ্চিমাঞ্চল বলে পূর্বাভাস দিয়েছিলেন দেশটির  আবহাওয়া অধিদপ্তর। 

গত ৫ নভেম্বর মঙ্গলবার, “রাফায়েল” কিউবায় পৌঁছানোর পূর্বই এর প্রভাবে জ্যামাইকায় ও ক্যামেন দ্বীপপুঞ্জ প্রচুর পরিমান ভারি বৃষ্টি পাত হয়েছে। 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বুধবার  ঘন্টায় ১৮৫ কি.মি বাতাসের বেগে হারিকেন রাফায়েল ৬৫ কি.মি দূরে অবস্থান করছিল কিউবার রাজধানী হাভানা থেকে এবং এটি প্রায় ২২ কি.মি গতিতে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছিল।

ক্যাটাগরি ৩ মাত্রায় এই হারিকেন “রাফায়েলের” আঘাত হানার কারনে কিউবায় ৭০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় তাদের ঘর বাড়ি থেকে। 

এর পূর্বে মাত্র দুই সপ্তাহ আগে শক্তিশালী হারিকেন অস্কার আঘাত হেনেছিল কিউবায়। হারিকেন অস্কারেরর আঘাতে দেশটিতে ৬ জনের মৃত্যু হয়েছিল।  দুই সপ্তাহের ব্যাবধানে আবারো হারিকেনের আঘাত দেশটির জন্য একটি বড় দু:সংবাদ। 

কিউবা গত বুধবার সারাদিনই সামুদ্রিক ঝড় রাফায়েলের প্রস্তুতি নিয়েছিল । বিভিন্ন অবকাঠামো দূরে নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া হয় সমুদ্রের পাড় থেকে আকস্মিক বন্যা ও তীব্র জলোচ্ছ্বাসের আশঙ্কায়। এবং হাভানা কিউবার রাজধানী থেকে এবং ভারাদেরোত থেকে বাতিল করে দেওয়া হয় অসংখ্য ফ্লাইট। সরকারি ভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *