বাংলাদেশের আবুল খান ৬ বার প্রতিনিধি নির্বাচিত হলেন যুক্তরাষ্ট্রে

আবুল বি খান যিনি বাংলাদেশি বংশদ্ভূত আমেরিকান। তিনি ৬ ষ্ঠ বারের মতন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে নির্বাচিত হয়েছেন নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের আইনসভার সদস্য হিসেবে। 

আবুল খান মার্কিন অঙ্গরাজ্য নিউ হ্যাম্পয়ায়ারের ৪০০ জনপ্রতিনিধিদের মাঝে অন্যতম একজন, এবারো তিনি রিপাবলিকান পার্টির হয়ে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ২ বছর মেয়াদে। 

আবুল বি খান বাংলাদেশের পিরোজপুর জেলার উপজেলা ভান্ডারিয়ার সন্তান। আমেরিকার নির্বাচনের নিয়ম অনুসারে, ২ দল থেকে ৪ জন নির্বাচন প্রার্থী থাকবেন তাদের মধ্যে থেকে যে ২ জন সর্বোচ্চ ভোট পাবেন তারাই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন। 

রিপাবালিকান পার্টির আবুল বি খান সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি ২ হাজার ৯৩৯ ভোট পেয়ে সর্বোচ্চ বিজয়ী হয়েছেন। তারপরেই ২ হাজার ১১৬ ভোট পেয়ে ম্যাথ সাবিউরিন রিপাবলিকান পার্টির আরেক প্রার্থী রয়েছেন। 

প্রথম আলোকে আবুল বি খান জানিয়েছেন, খুবই আপ্লূত তিনি যে সাধারণ জনগণ সর্বোচ্চ ভোটে তাকে ৬ষ্ঠ বারের মতো নির্বাচিত করেছেন। রিপাবলিকান দল থেকে তিনি নির্বাচিত হলেও তিনি এখন সর্বস্তরের সাধারণ জনগনের প্রতিনিধি হিসেবে কাজ করবেন। কর যেনো বৃদ্ধি না পায় এবং স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন করার পক্ষে এই সরকার এবং তিনি এই লক্ষ্যেই কাজ করবেন। 

আবুল বি খান যুক্তরাষ্ট্রে ৪৪ বছর যাবত বসবাস করে আসছেন। বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, সংখ্যালঘুদের উপর বাংলাদেশে গত ৩ মাসে যে অন্যায় ও অত্যাচার হয়েছে তার জন্য তিনি স্টেটে বিল পাস করবেন। 

এবং এর প্রকৃত কারন ও উত্তরনের ব্যাবস্থা গ্রহণের জন্য নেওয়া পদক্ষেপ সম্পর্কে তাদের রিপাবলিকান সরকার এর মাধ্যমে বাংলাদেশ সরকারের নিকট জানতে চাইবেন। 

আবুল বি খান আমাদের বাংলাদেশের জন্য গর্ব, যিনি বাংলাদেশি বংশদ্ভূত হয়েও আমেরিকান অঙ্গরাজ্যে বারবার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এবার তিনি ৬ ষ্ঠ বারের মত সর্বোচ্চ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *