অবশেষে রিয়াল কোচ খুঁজে পেলেন ঘুরে দাঁড়ানোর সমাধান

পারফরম্যান্স দিয়েই খেলোয়াড়দের পরিস্থিতি পাল্টে দেওয়ার তাগিদ দিলেন আনচেলত্তি।তার মতে তারা সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন। । সবশেষ নিজেদের মাঠেই তারা দুই ম্যাচে হারের স্বাদ পেয়েছেন। বড় বড় তারকা দিয়ে ঠাসা রিয়ালের স্কোয়াড। বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকা এমবাপ্পে, ভিনিসিয়াস, বেলিংহামদের নিয়েও যেন হঠাৎ করে পথ হারিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ। ২৬শে অক্টোবর এল ক্লাসিকোর ম্যাচে নিজেদের ঘরের মাঠে বার্সেলোনার কাছে ৪-০ গোলে হেরেছেন তারা।ফলে তাদের ৪২ ম্যাচের অপরাজেয় যাত্রা থেমে যায়। পরবর্তীতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও নিজেদের দর্শকদের সামনে ৩-১ গোলে পরাজয় বরণ করে । লিগ শিরোপা ধরে রাখার অভিযানে ১১ ম্যাচে ৭ জয় ও ৩ ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে তারা পিছিয়ে আছে ৯ পয়েন্টে। বার্সেলোনা অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে। টানা দুই হারের পর সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার (৯ নভেম্বর) লিগ ম্যাচে ওসাসুনার মুখোমুখি হবে রিয়াল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিচার-বিশ্লেষণের পর সমস্যাটা ধরতে পেরেছেন তারা। ‘হ্যাঁ, অবশ্যই আমরা কথা বলেছি, পরিস্থিতি বিশ্লেষণ করেছি। মনে হয়, আমরা সমাধান খুঁজে পেয়েছি, তবে আমরা সঠিকভাবে কাজ করছি কি না, তা দেখার জন্য আমাদের আগামীকল (৯ নভেম্বর) পর্যন্ত অপেক্ষা করতে হবে।’ ‘তারা (খেলোয়াড়রা) ভাবছে কিভাবে আমরা সবকিছু পাল্টে দিতে পারি। তবে শুধু কথা নয়, আমাদের সেই অনুযায়ী কাজ করতে হবে। আমি কথা বলতে পারি, কিন্তু যা দরকার তা হলো পরিস্থিতি পাল্টে দেওয়া। আমার কথা হাওয়ায় হারিয়ে যাবে, কিন্তু পারফরম্যান্স রয়ে যাবে।’

ছবি:উইকিপিডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *