গত ৫ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় বারের মতো রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের বিজয়ী ঘোষনা আসার পর ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের এক নেতা ডোনাল্ড ট্রাম্পকে বন্ধ করতে বলেছেন ফিলিস্তিন- ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থন দেওয়া।
যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রতি ইংগিত দিয়ে বাসেম নাঈম ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বলেন- এবার বন্ধ করতে হবে অন্ধভাবে ইহুদি রাষ্ট্রকে সমর্থন করা। ফিলিস্তিনের জনগনের আন্ঞ্চলিক নিরাপত্তা, ও স্থিতিশীলতা ও ভবিষ্যতকে মূল্য দিতে হচ্ছে এদের টিকে থাকার কারনে।
হামাসের যোদ্ধারা গত বছর ৭ অক্টোবর হামলা চালিয়েছিল ইসরায়েলের দক্ষিণ সীমান্তবর্তী অন্ঞ্চলে। উক্ত হামলায় ১ হাজার ১৪০ জনকে হত্যা করা হয় এবং ২৪০ জনকে বন্দী করে গাজায় নিয়ে আসেন হামাস যোদ্ধারা।
এরপর থেকে ইসরায়েলি বাহিনি নিয়মিত গাজায় হামলা চালায় এবং শেষ খবর অনুযায়ী “ফিলিস্তিনের ৪৩ হাজার ৩৯১ জন নিহত ও ১ লাখ ২ হাজার ৩৪৭ জন আহত হয়েছেন”।
এ হামলা বন্ধে সারা বিশ্ব ইসরায়েলকে আহ্বান জানালেও ইসরায়েল তা এখনো কর্নপাত করে নি।
প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আসছে নতুন প্রেসিডেন্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রে এবার কি বন্ধ হবে এই সংঘাত এমনই প্রশ্ন বিশেষজ্ঞদের।