৭ নভেম্বর বৃহস্পতিবার রাতে আক্রমণলর স্বীকার হন ইসরাইলি ফুটবল সমর্থকরা নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে। দুই দেশ তথা ইসরায়েল ও নেদারল্যান্ডস এ এ নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ম্যাকাবি তেল আবিবের দল (ইসরায়েলের ফুটবল ক্লাব) অবস্থান করছিল নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ইউরোপা লিগের ম্যাচ খেলার জন্য। উক্ত খেলায় অ্যাজাক্স আমস্টারডাম ইহুদি ক্লাব হিসেবেই সমাদৃত তারা ৫-০ গোলে বিজয়ী হয়।
আক্রমণ চালানো হয় একদম হঠাৎ করে নেদারল্যান্ডসের আমস্টারডামে ম্যাকাবি তেল আবিব ক্লাবের সমর্থকরা যখন বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন তখনই।
ঘটনার আকস্মিকতায় আহত হন অনেক ইসরাইলি সমর্থক এবং তাৎক্ষণাত পুলিশ তৎপর হয়ে হয়ে ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ও ৫৭ জনকে ঘটনার পরপরই গ্রেপ্তার করে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।
ডাচ পুলিশ ৫৭ জনকে গ্রেফতার করেছে এই আক্রমণ ইসরায়েলের সমর্থকদের ওপর করার অভিযোগে ।
ভীত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ডিক শুফ ডাচ প্রধানমন্ত্রীর। “ইহুদি বিদ্বেষী দাঙ্গা” বলে এই ঘটনাকে উল্লেখ করেছেন আইজাক হার্জগ ইসরায়েলি রাষ্ট্রপতি।
বৃহস্পতিবার রাতের এই হামলা কে প্রচন্ড সংঘাতময় ঘটনা বলেছেন বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী।
ফুটবল সমর্থকরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন।
একাধিক ভিডিও যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যায়,পুলিশ চেষ্টা করছে রাস্তায় চলমান উক্ত সংঘাত থামাতে। তবে এতকিছুর পরও হামলাকারীদের মাঝে ইসরায়েলবিরোধী স্লোগান দিচ্ছিল অনেকেই।
আজ ৮ নভেম্বর শুক্রবার ইসরায়েল দুইটি উড়োজাহাজ পাঠিয়েছে নেদারল্যান্ডসে ফুটবল সমর্থকদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে যেতে।
গত বছর ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় ইসরাইলী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইহুদি বিদ্বেষ বেড়েছে নেদারল্যান্ডসে। ইহুদি বিভিন্ন স্কুল ও সংগঠন কে ঘৃণা মূলক চিঠি ও হুমকির অভিযোগও রয়েছে দেশটিতে।
সারা বিশ্বের মানুষ যুদ্ধ-সংঘাত থেকে মুক্তি চায় শান্তি চায় কিন্তু ইসরায়েল ফিলিস্তিনবাসীদের উপর এবং লেবাননে যে নির্মম পাশবিক হামলা ও গনহত্যা চালাচ্ছে, তাতে বিশ্বের সকল দেশের সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।