বিবিসির খবর অনুযায়ী, ন্যান্সি পেলোসি যিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সাবেক স্পিকার এবং প্রভাবশালী ডেমোক্র্যাট তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকেই দোষারোপ করেছেন ডোনাল্ড ট্রাম্পের এই অভূতপূর্ব বিজয়ের কারন হিসেবে ।
রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প ভূমিধস পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
ন্যান্সি বলছেন, গত মঙ্গলবারের নির্বাচনে জো বাইডেনের ডেমোক্রেটিক দল আরো ভালো ফলাফল করতে পারতেন যদি প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে আরো আগেই সরে দাঁড়াতেন।
নিউইয়র্ক টাইমস ন্যান্সিকে উদ্ধৃত করে বলেছেন, নির্বাচনের দৌড়ে অন্য প্রার্থীরা আসতো প্রেসিডেন্ট যদি আগে সরে যেত। উন্মুক্ত প্রাইমারি হবে বলে প্রত্যাশা ছিল প্রেসিডেন্ট সরে দাঁড়ালে।
যেকোনো দল যুক্তরাষ্ট্রে দলীয় মনোনয়ন নিশ্চিতের সুযোগ পায় কয়েক মাস ধরে উন্মুক্ত প্রাইমারিতে বিতর্কে এবং প্রচারণায় অংশগ্রহনের মাধ্যমে। প্রাইমারির আয়োজন সাধারণত হয় না যদি নির্বাচন সাধারণত ক্ষমতাসীন প্রেসিডেন্ট করে। বিবিসির প্রতিবেদন থেকে এমন তথ্যই পাওয়া যায়।
এই কারনেই ২য় বারের মত যখন বাইডেন ঘোষণা দেন নির্বাচনের তখন বিবেচনায় আনা হয় নি আর অন্য কাউকে। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দল দ্রুত প্রার্থী করার বিষয়ে একমত হন যখন নির্বাচনের ঠিক ৪ মাস পূর্বে বাইডেন ট্রাম্পের সাথে বিতর্ক বিপর্যয়ের পর সরে দাঁড়ান।
সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তখন দ্রুত প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে সমর্থন করেছিলেন। এ বিষয়ের ও সমালোচনা করেছেন ন্যান্সি পেলোসি। আবার এ ও বলেছেন তখন আর সহজ ছিল না প্রাইমারির আয়োজন করা।
প্রাইমারিতে ভালো করতেন কমলা হ্যারিস এবং বের হয়ে আসতে পারতেন শক্তিশালী অবস্থান নিয়ে। এর মধ্যে দিয়ে ভালো নমিনি হতে পারতেন এমন অন্যান্য পাওয়া যেতো ডেমোক্র্যাটদের মধ্য থেকে মনে করেন ন্যান্সি পেলোসি।
তবে উল্লেখ্য শত বাধা পেরিয়েও ৫ নভেম্বর মঙ্গলবার ২য় বারের মতো যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।