স্যামসনের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে প্রোটিয়াদের বিপক্ষে ভারতের দাপুটে জয়

স্যামসনের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে প্রোটিয়াদের বিপক্ষে ভারতের দাপুটে জয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের শক্তিশালী জয়, সঞ্জু স্যামসনের টানা দ্বিতীয় সেঞ্চুরি

সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি করার পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিলেন ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। আজ ডারবানে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্যামসনের দুর্ধর্ষ ব্যাটিংয়ের উপর ভর করে ভারত দক্ষিণ আফ্রিকাকে ৬১ রানে পরাজিত করেছে, ফলে চার ম্যাচের এই সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে গেল।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভারতের শুরুটা ছিল তুলনামূলক শান্ত; তবে ক্রিজে এসে সঞ্জু স্যামসন শুরু থেকেই ঝড় তোলেন। ৫০ বলে মাত্র ১০৭ রান সংগ্রহ করা এই ইনিংসে ছিল ১০টি বিশাল ছক্কা ও ৭টি চমৎকার বাউন্ডারি। এর ফলে ভারত নির্ধারিত ২০ ওভারে ২০২ রানের বিশাল সংগ্রহ গড়ে। স্যামসনের এই ইনিংস ভারতীয় ব্যাটিংয়ের জন্য এক নতুন মাইলফলক। এক ম্যাচেই ১০ ছক্কার নতুন রেকর্ড করে স্যামসন ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টি-টোয়েন্টি ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার কীর্তি গড়েন।

স্যামসন এর আগেও হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে ৪৭ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন, যেখানে তিনি ৮টি ছক্কা ও ১১টি চারে সজ্জিত একটি চোখ ধাঁধানো ইনিংস উপহার দেন। সেই ইনিংসের পর আজ আবার সেঞ্চুরি করে স্যামসন টানা দুটি টি-টোয়েন্টি সেঞ্চুরির কৃতিত্ব অর্জন করেন। ভারতীয় ক্রিকেটে তিনিই প্রথম ব্যাটসম্যান যিনি টি-টোয়েন্টিতে এই অসাধারণ কীর্তি গড়তে সক্ষম হয়েছেন।

ছেলেদের টি-টোয়েন্টি ইতিহাসে টানা দুটি সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন এর আগে মাত্র ৩ জন ব্যাটসম্যান—ফ্রান্সের গুস্তাভ মেকিয়ান, দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো ও ইংল্যান্ডের ফিল সল্ট। এখন তাদের কাতারে নাম লেখালেন ভারতের সঞ্জু স্যামসন।

এই ম্যাচে স্যামসনের পাশাপাশি তিলক বার্মা ১৮ বলে ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতীয় সংগ্রহটিকে আরও শক্তিশালী করেন। যদিও শেষ ৫ ওভারে ভারত মাত্র ৩৪ রান তুলতে পেরেছিল, তবে ২০২ রানের বড় সংগ্রহটি দক্ষিণ আফ্রিকার জন্য ছিল একটি বড় চ্যালেঞ্জ।

জবাবে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই ভারতের বোলিং আক্রমণের কাছে তেমন সুবিধা করতে পারেনি। বিশেষ করে স্পিনার বরুণ চক্রবর্তীর বোলিং ছিল অসাধারণ, তিনি মাত্র ২৫ রান দিয়ে ৪ ওভারে ৩ উইকেট তুলে নেন। বরুণের শিকার হন দক্ষিণ আফ্রিকার অন্যতম ব্যাটসম্যান রায়ান রিকেলটন, হেইনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার। আরেক স্পিনার রবি বিষ্ণয়ও দুর্দান্ত বোলিং করে ৩ উইকেট নেন, যার ফলে প্রোটিয়া দল ১৪১ রানে গুটিয়ে যায়।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন হেইনরিখ ক্লাসেন, রায়ান রিকেলটন করেন ২১ রান। তবে দলের কোনো ব্যাটসম্যানই ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে ভালোভাবে দাঁড়াতে পারেনি। ছবিঃ আইসিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *