বন্দুক সহিংসতায় মেক্সিকোর বারে ১০ জন নিহত 

৯ নভেম্বর শনিবার স্থানীয় সময় অনুযায়ী রাতে মেক্সিকোর মধ্যান্ঞ্চলের কুয়েরেতারো শহরের লস ক্যান্টারিটোসে অবস্থিত একটা বারে  বন্দুকধারীরা হামলা চালায়।  উক্ত হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।

হুয়ান লুইস ফেরুস্কা যিনি স্থানীয় জননিরাপত্তা বিভাগের প্রধান। তিনি সমাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন – বড় অস্ত্র নিয়ে ৪ জন ব্যক্তি রাতে একটি “বার” যা কুয়েরেতারো শহরের লস ক্যান্টারিটোসে অবস্থিত সেখানে হামলা করে।

উক্ত হামলায় তিনজন নারী সহ সাতজন পুরুষ নিহত হয় এবং আহত হয়েছে আরো অন্তত ৭ জন।  

এদিকে যুক্তরাষ্ট্র সীমান্ত লাগোয়া মেক্সিকো কে চাপ দিচ্ছে বন্দুক প্রবাহ ও মাদক চোরাচালানের মোকাবেলার পাশাপাশি সহিংসতা মোকাবিলা করার উদ্যোগ নিতে। 

পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায় যে গাড়িতে চড়ে হামলাকারীরা বারে ঢোকেন সেই গাড়িটি। 

সেই সাথে সন্দেহভাজনদের মাঝ থেকে গ্রেফতার করা হয়েছে একজনকে। 

তুলনামূলক বেশি নিরাপদ শহরগুলোর একটি বলা হয়ে থাকে ম্যক্সিকোর কোয়েরতারো শহরকে। 

মেক্সিকোতে নিহত হয়েছেন ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষ ২০০৬ সালের পর থেকে বিভিন্ন সহিংসতাসহ মাদক পাচার, অপরাধ গোষ্ঠীগুলোর নানান তৎপরতায়। 

দেশটিতে সম্প্রতি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে সন্ত্রাসী কর্মকান্ড,মাদক চক্র এবং বন্দুক সহিংসতা। 

স্থানীয়রা বলছেন কুয়েরেতারোর মত এমন শান্ত শহরে এ ধরনের হামলার ঘটনা খুবই অস্বাভাবিক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *