গত শনিবার সকাল থেকে পূর্বের বকেয়া বেতন পরিশোধের দাবি নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ কর্মসূচীশুরু করেন শ্রমিকরা। ৩দিন ধরে চলমান ছিল এই অবরোধ।অবশেষে আজ বেতন পরিশোধের আশ্বাসে তারা অবরোধ তুলে নিলেন।
সোমবার ১১ নভেম্বর বেলা ২টায় তারা অবরোধ প্রত্যাহারের করে নেন। তারপরেই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
গাজীপুরের মোগরখাল এলাকায় টিএনজেড গ্রুপের ছয়টি পোশাক কারখানার শ্রমিকরা গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে এই বিক্ষোভ করছিলেন।