১১ নভেম্বর সোমবার, ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের দক্ষিণ্ঞ্চলে অবস্থিত সিস্তান – বেলুচিস্তান প্রদেশের সীমান্ত অন্ঞ্চলের এক ঘাঁটি তে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। উক্ত হামলায় নিহত হয়েছেন ইরানের আইআরজিসি ইসলামিক রেভ্যুলেশনারী গার্ড কর্পসের ৫ জন সদস্য।
রাষ্ট্রীয় টেলিভিশনকে মনসুর বিজার গভর্নর জেনারেল সিস্তান-বেলুচিস্তানের বলেন – “স্থানীয় সময় অনুযায়ী রবিবার সন্ধ্যায় সারাভ্যানের সিরকামে অবস্থিত এক ওয়াচ-টাওয়ারে ইরান পাকিস্তানের সীমান্তলর নিকটে সন্ত্রাসীরা হামলা চালালে ইসলামিক রেভ্যুলেশনারী গার্ড কর্পসেরের ৫ জন আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হন”।
মনসুর বিজার আরো জানিয়েছেন, “বেলুচের স্থানীয় সুন্নি মুসলিম ছিলেন নিহতদের সবাই”।
তিনি আরো দাবি করছেন, “প্রতিবেশী দেশ থেকে এসেছেন হামলাকারীরা সকলে তারা সুন্নিও নয় বেলুচও নয়”।
যারা নিহত হয়েছেন তারা হচ্ছেন- “বশির সিপাহি, শাহবাকশ বালুচজাহি, ওয়াহিদ বালুচজাহি আব্দুলরহমান বালুচজাহি, এবং আবদুল্লাহ বালুচজাহি”।
অভিযান শুরু করেছে বিপ্লবী গার্ড হামলাকারীদের ধরতে, এবং ধর ছোঁয়ার বাহিরে হামলাকারীরা – এক ঘোষণা বিবৃতিতে জানিয়েছেন আইআরজিসি’র স্থল বাহিনী।
সন্ত্রাসীদের ধরতে সারাভ্যান শহরে ড্রোন উড়াচ্ছে আইআরজিসি বাহিনী এমনটাই দেখা গিয়েছে স্থানীয় মিডিয়ায় প্রকাশ পাওয়া এক ভিডিও তে।
প্রতিবেদনে বলা হচ্ছে, উক্ত সন্ত্রাসী হামলার দায় এখন স্বীকার করে নি এখন পর্যন্ত কেউ।
ইরানের হিজবুল্লাহর সঙ্গে দ্বন্দে ইসরায়েল ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইরানে। এরই মাঝে গত কিছুদিন আগেই ইরানের কর্নেল নিহত হলেন এখন আবার বহিরাগত সন্ত্রাসী হামলায় ইরানের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা।