
গত সোমবার ১০ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার বাউফল সরকারি কলেজের পূর্ব পাশে লিচুতলা একালায় আবুল কালাম ওরফে কুট্টি মল্লিককে মারধর করে প্রায় আড়াই লাখ টাকা ছিনতাই করেছে বলে জানান ভুক্তভোগী।
আবুল কালাম পটুয়াখালীর বাউফলের কালাইয়া মার্চেন্ট পট্টি এলাকার ব্যবসায়ী । উক্ত অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি মো. কামাল হোসেন।
ভুক্তভোগী জানান, উপজেলা বগা বন্দরের খুচরা ব্যাবসায়ীদের থেকে পাওনা টাকা উত্তোলন করে রাত আনুমানিক সাড়ে ১০টায় একজন কর্মচারী সহ ছাকালাইয়া বন্দরের উদ্দেশে রওনা হন।শহরের লিচুতলা এলাকায় আসলে তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এসময় তিনি গাড়ি থেকে নামতেই কয়েকজন লোক তাকে ঘিরে ধরে। পরবর্তীতে তারা তাকে মারধর শুরু করেন। এবং ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় আড়াই লাখ টাকা ছিনতাই করা হয়। রাতের বেলা দোকানপাট বেশিরভাগ বন্ধ ছিল। ছিনতাকারীদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তবে কাউকেই তিনি চিনতে পারেননি। মারধর করতে করতে তার জামা-লুঙ্গিও ছিড়ে ফেলেছে ছিনতাইকারীরা।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের বরাত দিয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, অভিযোগকারীর সত্যতার প্রমান পাওয়া গেছে। যেহেতু অভিযুক্তরা স্থানীয় না তাই প্রত্যক্ষদর্শীরাও তাদের শনাক্ত করতে পারেনি। ভুক্তভোগী কোনো লিখিত অভিযোগ দেয়নি। তবুও এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পারলে, পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।